ICC U19 World Cup 2022

U-19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অদ্ভুত ঘটনা, ম্যাচ চলার সময়েই ভূমিকম্প

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে অদ্ভুত ঘটনা। ম্যাচ চলাকালীনই হল ভূমিকম্প। মাঠে ক্রিকেটাররা টের না পেলেও, ধারাভাষ্যের বক্সে ভালই বোঝা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১৬:০২
Share:

বিশ্বকাপের সময় ভূমিকম্প।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে অদ্ভুত ঘটনা। ম্যাচ চলাকালীনই হল ভূমিকম্প। মাঠে থাকা ক্রিকেটাররা টের না পেলেও, ধারাভাষ্যের বক্সে সেই ঘটনা ভালই বোঝা গিয়েছে। সামনে থাকা টিভি স্ক্রিন কাঁপতে থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

ত্রিনিদাদে প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ চলছিল আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ের মধ্যে। সেই সময় পোর্ট অব স্পেনে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২। মাঠে থাকা ক্যামেরা বিপজ্জনক ভাবে কাঁপতে থাকে। ধারাভাষ্যকাররাও ঘাবড়ে যান।

সেই সময় আইসিসি-র হয়ে ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিয়োনার্ড বক্সে ছিলেন। তিনি বলেছেন, “আমার মনে হচ্ছে এখন ভূমিকম্প হচ্ছে। বক্সে বসে আমরা বুঝতে পারছি। সত্যিই কি এটা ভূমিকম্প? কুইন্স পার্ক ওভালের গোটা মিডিয়া সেন্টারই থরথর করে কাঁপছে।” জিম্বাবোয়ের ইনিংসের ষষ্ঠ ওভার চলার সময় এই ঘটনা ঘটে। তবে মাঠা থাকা ক্রিকেটাররা সে ভাবে কিছু টের পাননি।

Advertisement

এক সাংবাদিক পরে ওই ঘটনার ভিডিয়ো পোস্ট করেন। তা দ্রুত নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement