MS Dhoni

T20 World Cup 2021: রবি শাস্ত্রীর সঙ্গে বিদায় ঘটবে ধোনিরও? বিশ্বকাপেই কি শেষ মহেন্দ্র-ক্ষণ

সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ-এর অনুরোধে তাঁর দু’টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন ভারতীয় দলে। জানিয়ে দিয়েছিলেন পারিশ্রমিকও নেবেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ২৩:২৪
Share:

মেন্টর ধোনির মেয়াদ কি শেষ? ছবি: পিটিআই

নামিবিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচ ভারতের। সেই সঙ্গে শেষ হচ্ছে কোচ রবি শাস্ত্রীর যুগ। টি২০ ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলীও। এত বিদায়ের মাঝে আরও একজন নিশ্চুপে ফিরে আসবেন বাড়িতে।

বিশ্বকাপ জিতে শুধু হেসেছিলেন। দলের ট্রফি জয়ের পর এক কোনায় দাঁড়িয়ে থাকতেন। সেই মহেন্দ্র সিংহ ধোনি সোমবার মুহ্যমান। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে হাতকাটা জার্সি পরে মাঠে নেমেছিলেন ‘অপরিচিত’ ধোনি। পোশীবহুল হাত, চওড়া হাসি গোটা ভারতকে আশ্বস্ত করছিল। সকলের মনে হচ্ছিল অনুজ কোহলীর অধিনায়ক পর্বের শেষে তাঁর হাতে ট্রফি তুলে দেওয়ার অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছেন ধোনি।

Advertisement

বাস্তব ছবিটা যদিও আলাদা। বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচ হেরে ধুঁকতে থাকা দল বিদায় নিল। নামিবিয়ার বিরুদ্ধে ধোনিকে দেখা গেল হাফহাতা টিশার্টে। হার্ডেলে প্রধান ভূমিকা নিলেন শাস্ত্রীই। ধোনি পাশে রইলেন। যেমন থাকেন।

ম্যাচ শেষে কোহলী-ধোনি। ছবি: টুইটার থেকে

তিনি কি হতাশ? দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকাপ শুরুর আগে। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ-এর অনুরোধে তাঁর দু’টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন ভারতীয় দলে। জানিয়ে দিয়েছিলেন পারিশ্রমিকও নেবেন না। কিন্তু বড় ম্যাচেই হারের ধাক্কা। প্রাথমিক ধাক্কা সামলে উঠতে ব্যর্থ দল। ধোনির পরামর্শেও কাটল না আইসিসি প্রতিযোগিতায় কোহলীর ট্রফি-দুর্ভাগ্য।

Advertisement

টি২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। রাহুল দ্রাবিড় সংসার সাজাবেন নিজের মতো করে। সেখানে ধোনি জায়গা পাবেন কি না সেটা সময়ের অপেক্ষা।

সোমবার শাস্ত্রী-যুগের সঙ্গে হয়ত শেষ মহেন্দ্র-ক্ষণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement