Jasprit Bumrah

আবার অস্ত্রোপচার বুমরার! আইপিএল খেলার সম্ভাবনা ক্রমশ কমছে রোহিতদের দলের পেসারের

যশপ্রীত বুমরার আইপিএলে খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। তাঁর পিঠে আরও এক বার অস্ত্রোপচার করা হতে পারে। তেমনটা হলে মাঠে ফিরতে আরও বেশি দিন সময় লাগবে ভারতীয় পেসারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৩
Share:

আইপিএলে না-ও খেলতে পারেন যশপ্রীত বুমরা। তাঁর পিঠে আরও এক বার অস্ত্রোপচার করা হতে পারে। —ফাইল চিত্র

আইপিএল খেলার সম্ভাবনা ক্রমশ কমছে যশপ্রীত বুমরার। গোটা মরসুম মাঠের বাইরে কাটাতে হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের পেসারকে। তাঁর পিঠের চোট এখনও পুরো সারেনি। এর মধ্যেই আবার তাঁর পিঠে অস্ত্রোপচার হতে পারে।

Advertisement

একটি ক্রিকেট ওয়েবসাইট এ কথা জানিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী, বুমরাকে আবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনে নিয়েছেন রোহিত শর্মাদের দলের পেসার। অস্ত্রোপচারের অর্থ, আরও বেশি দিন মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। সুস্থ হয়ে উঠতে আরও বেশি সময় লাগবে বুমরার। অর্থাৎ, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেই টেস্টেও খেলা হবে না তাঁর।

ওই ক্রীড়া ওয়েবসাইট আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্য, এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাকে ফিট করে তোলা। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে এক দিনের বিশ্বকাপ। তার আগে হাতে বেশ কিছুটা সময় রয়েছে। এখনই মাঠে নামিয়ে বুমরার চোটকে আর বাড়াতে চাইছেন না বোর্ডের চিকিৎসকেরা। বিশ্বকাপের কথা মাথায় রেখে এগোচ্ছেন তাঁরা।

Advertisement

গত বছর জুলাই মাসে পিঠের ব্যথায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি বুমরা। সেই শুরু। তার পর থেকে মাঠের বাইরে তিনি। গত বছর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি ভারতীয় বোলারকে। গত বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে নেওয়া হয়েছিল বুমরাকে। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। তার পর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন বুমরা। কিন্তু তাঁর সুস্থ হতে আরও কিছু দিন লাগবে। তাই আইপিএলে হয়তো তাঁকে পাবেন না রোহিতরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement