Pat Cummins

Pat Cummins: নাইটদের গ্রহেই থাকলেন, মাঠে নামার জন্য তর সইছে না প্যাট কামিন্সের

২০২০ সালে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনেছিল কলকাতা। তার পর থেকে সেখানেই খেলেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩২
Share:

কামিন্স ফের কলকাতায় ফাইল চিত্র।

কলকাতাতেই ছিলেন তিনি। ফের কলকাতাতেই ফিরলেন। আর পুরনো দলে ফিরতে পেরে আনন্দিত অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। মাঠে নামার জন্য আর তর সইছে না তাঁর। ভিডিয়ো বার্তায় সে কথা জানিয়েছেন কামিন্স।

Advertisement

এ বারের নিলামে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কামিন্সের নাম ওঠে। প্রথম থেকেই বিড করা শুরু করে কলকাতা। তাদের সঙ্গে পাল্লা দেয় গুজরাত টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। কিন্তু একটা সময়ের পরে আর দৌড়ে থাকতে পারেনি তারা। শেষে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কামিন্সকে কেনে কলকাতা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এই ঘটনার পরেই কেকেআর-এর টুইটার পেজে কামিন্সের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, ‘আরও এক বার কলকাতায় ফিরে খুব ভাল লাগছে। বেঙ্কি (মাইসোর), শাহরুখ (খান) ও ম্যানেজমেন্টের সবাইকে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। নাইটদের গ্রহে ফিরেছি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আর তর সইছে না।’’

Advertisement

২০২০ সালে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনেছিল কলকাতা। তার পর থেকে সেখানেই খেলেছেন তিনি। আইপিএল-এ ৩৭ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। গত মরসুমে ১৪ ম্যাচে ১২ উইকেট নেন কামিন্স। ওভার পিছু রান দেন ৭.৮৬। ব্যাট হাতেও ১৪৬ রান করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement