পঞ্জাবে ঈশান ফাইল চিত্র।
ফের পঞ্জাব কিংসেই সুযোগ পেয়েছেন বাংলার পেসার ঈশান পোড়েল। তাঁর ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ২৫ লক্ষ টাকায় কিনেছে প্রীতি জিন্টার দল। পুরনো দলে ফিরতে পেরে খুশি ঈশান। এ বার আরও বেশি সুযোগের আশায় রয়েছেন তিনি।
আইপিএল-এ সুযোগ পাওয়ার পরে একটি ভিডিয়ো বার্তায় ঈশান বলেন, ‘‘পঞ্জাব কিংসে ফিরতে পেরে খুব ভাল লাগছে। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি এ বার ভাল খেলতে পারব। সবাইকে আনন্দ দিতে পারব। দেখা হচ্ছে সবার সঙ্গে।’’
২০২১ মরসুমে প্রথম বার আইপিএল-এ সুযোগ পান ঈশান। গত বারেও তাঁকে কিনেছিল পঞ্জাব। যদিও বেশি সুযোগ পাননি তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। চার ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। তার পরে আর সুযোগ পাননি তিনি। তবে এ বারে বেশি সুযোগের আশা করছেন ঈশান।
এ বারের পঞ্জাব দলে কাগিসো রাবাডা, ওডিয়েন স্মিথ, সন্দীপ শর্মারা রয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের সেরা রাজ অঙ্গদ বাওয়াকেও কিনেছে পঞ্জাব। তবে ভারতীয় পেসারদের মধ্যে সন্দীপ গত কয়েকটি মরসুমে খুব একটা ভাল ছন্দে ছিলেন না। রাজের প্রথম আইপিএল। তাই এ বার বেশি সুযোগ পেতে পারেন ঈশান। সে দিকেই তাকিয়ে রয়েছেন তিনি।