IPL 2022

IPL 2022: আইপিএল-এর শেষ পর্বে নাও খেলতে পারেন মইন আলিরা

আইপিএল-এর নিলামে ইংল্যান্ডের ২২ জন ক্রিকেটার নামনথিভুক্ত করিয়েছেন। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি হবে নিলাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৬:৪০
Share:

—ফাইল চিত্র

পুরো আইপিএল নাও খেলতে পারেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এখনও অবধি আইপিএল-এর সূচি ঘোষণা করেনি বোর্ড। তবে লাল বলের ক্রিকেটে অনুশীলন করার জন্য টেস্ট ক্রিকেটারদের দেশে ফেরার ডাক দিতে পারে ইসিবি।

মার্চের শেষ সপ্তাহ থেকে মে পর্যন্ত হতে পারে আইপিএল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার কয়েক দিন আগে শেষ হতে পারে কোটিপতি লিগ। সেই কারণে টেস্ট ক্রিকেটারদের আগে থেকেই দেশে ফিরে আসতে বলবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই আইপিএলকে সে কথা জানিয়েও দিয়েছে তারা।

Advertisement

আইপিএল-এর নিলামে ইংল্যান্ডের ২২ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি হবে নিলাম। সেখানে জনি বেয়ারস্টো, মার্ক উড, দাউইদ মালান, অলি পোপ, ক্রেগ ওভারটন, স্যাম বিলিংসের মতো ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা অ্যাশেজ খেলেছেন। এ ছাড়াও মইন আলি, জস বাটলারদের রেখে দিয়েছে তাদের পুরনো দল। এখন দেখার কোন সময়ে আইপিএল ছেড়ে দেশে ফেরেন বেয়ারস্টোরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement