Indian Women Cricket team

টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচের আগে সুখবর হরমনপ্রীতদের সাজঘরে

মহিলাদের ক্রিকেটে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এক লাফে ৪২ ধাপ এগিয়েছেন বাংলার তিতাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৯:২০
Share:

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষ হওয়ার আগেই সুখবর ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাজঘরে। যে খবর মঙ্গলবার সিরিজ় নির্ণায়ক ম্যাচের আগে আত্মবিশ্বাসী করতে পারে হরমনপ্রীত কৌরদের।

Advertisement

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মহিলাদের টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দীপ্তি শর্মা। তিনি চার ধাপ উঠে এসেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের জন্য। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৪ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেন ২২ রান দিয়ে। দীপ্তির রেটিং পয়েন্ট ৭২৩। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। তাঁর সংগ্রহে রয়েছে ৭৭৭ রেটিং পয়েন্ট। অলরাউন্ডারদের ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন দীপ্তি। টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি হলেও এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় জায়গা ধরে রাখতে পারেননি। বোলারদের ক্রমতালিকায় এক ধাপ নেমে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। অলরাউন্ডারদের ক্রমতালিকায় আছেন চতুর্থ স্থানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এক লাফে ৪২ ধাপ উঠে ৫০ নম্বরে চলে এসেছেন তিতাস সাধু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন বাংলার জোরে বোলার। ভারতীয়দের মধ্যে বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন রেণুকা ঠাকুরও। তিনি রয়েছেন সপ্তম স্থানে।

Advertisement

মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন স্মৃতি মন্ধানা। ভারতীয় দলের সহ-অধিনায়ক রয়েছেন চতুর্থ স্থানে। ১১ নম্বরে রয়েছেন জেমাইমা রডরিগেজ। এক দিনের ক্রিকেটের ক্ষেত্রে প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন দুই ভারতীয়। ষষ্ঠ স্থানে মন্ধানা এবং নবম স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement