Optical Illusion Personality Test

এই ছবিতেই লুকিয়ে রয়েছে দু’টি সংখ্যা! চ্যালেঞ্জ নিয়ে খুঁজে বার করার চেষ্টা করবেন?

ইংরেজি হরফের ১ থেকে ১০-এর মধ্যে। কিন্তু সেই সংখ্যা দু’টি কী, সেটা ঠিকমতো বার করাই একটা চ্যালেঞ্জ। তা হলে এই সংখ্যা দু’টি খোঁজার চ্যালেঞ্জ নেবেন না কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫৪
Share:

এই ছবিতে দু’টি সংখ্যা লুকিয়ে রয়েছে। ছবি: সংগৃহীত।

অনেক সময় অনেক কিছু চোখের সামনে থাকে, অথচ আমরা তা সহজে ধরতে পারি না। কখনও চোখ এড়িয়ে যায়। কখনও আবার সেই জিনিসটির অবস্থানগত কারণেও সহজে নজরে পড়ে না। তেমনই অনেক রকম ছবি সমাজমাধ্যমে মাঝেমধ্যেই প্রকাশ্যে আসতে দেখা যায়। তার পর সেই ছবি দেখিয়ে চ্যালেঞ্জও ছুড়ে দেওয়া হয়, ছবিতে কোনও ভুল রয়েছে কি না বা ছবির মধ্যে কোনও লুকোনো সংখ্যা রয়েছে কি না।

Advertisement

তেমনই একটি ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সমাজমাধ্যমে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। যাঁরা ছবিটির মধ্যে উত্তর খুঁজে পাচ্ছেন, তাঁরা আবার অন্যদের সেই উত্তর খোঁজার জন্য উৎসাহিতও করছেন। আপাতদৃষ্টিতে কালো রঙের মধ্যে তেরচা ভাবে সাদা ডোরাকাটা দাগের একটি ছবি মনে হলেও, সেটির মধ্যে দু’টি সংখ্যা লুকিয়ে রয়েছে। কিন্তু সেই সংখ্যা দু’টি কি, তা এক ঝলকে দেখে বোধার উপায় নেই। এমনকি মনে হতেও পারে যে, ওই ছবির মধ্যে লুকোনো কোনও সংখ্যাই নেই!

ছবি: সংগৃহীত।

কিন্তু সেটা ভাবলে ভুল হবে। ওই ছবির মধ্যেই লুকিয়ে আছে দু’টি সংখ্যা। যা ইংরাজি হরফের ১ থেকে ১০-এর মধ্যে। কিন্তু সেই সংখ্যা দু’টি কী, সেটা ঠিকমতো বার করাই একটা চ্যালেঞ্জ। তা হলে এই সংখ্যা দু’টি খোঁজার চ্যালেঞ্জ নেবেন না কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement