রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তার আগে ৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। তবে ভারতীয় শিবির এক দম চিন্তা মুক্ত নয়। বরং, প্রথম টেস্টে একাধিক ক্রিকেটার ভাল পারফর্ম করার পর দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ নিয়ে খানিকটা হলেও চাপে টিম ম্যানেজমেন্ট।
প্রথম টেস্টের সময় ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য তিনি প্রথম টেস্ট খেলেননি। পার্থে তাঁর পরিবর্তে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। রোহিত যোগ দেওয়ায় তাঁর খেলা নিশ্চিত এবং তিনিই দলের নিয়মিত ওপেনার। পার্থে রান পাওয়া রাহুল কি তা হলে প্রথম একাদশের বাইরে চলে যাবেন? নাকি তিনিই ওপেন করবেন? রোহিতই কত নম্বরে ব্যাট করতে নামবেন? নিজের জায়গা কি সতীর্থকে ছেড়ে দেবেন? শুভমন গিলের চোট সেরে গেলেই বা তিনি কার জায়গায় প্রথম একাদশে আসবেন? এমনই নানা প্রশ্ন রয়েছে ক্রিকেট মহলে।
প্রস্ততি ম্যাচের আগের দিন ভারতীয় দলের অন্যতম সহকারী কোচ অভিষেক নায়ার জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এখনও কিছু ঠিক হয়নি। টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। এত আগে সিদ্ধান্ত নেওয়া কঠিন। আপাতত আমরা প্রস্তুতি ম্যাচ নিয়ে ভাবছি। দেখা যাক আমাদের পারফরম্যান্স কেমন হয়। অ্যাডিলেডে পৌঁছে পরিকল্পনা করার সময় থাকবে।’’ শুভমন কি খেলতে পারবেন প্রস্তুতি ম্যাচে? নায়ার বলেছেন, ‘‘দলের ফিজিয়ো শুভমনের চোটের পরিস্থিতি খতিয়ে দেখবেন। সাধারণ ভাবে ভালই মনে হচ্ছে। ব্যাট করতে সমস্যা হচ্ছে না। এখনও মাঠে অনুশীলন শুরু করেনি। ইন্ডোরে অনুশীলন করছে। ফিজিয়ো চোট খতিয়ে দেখার পর শুভমনের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দিন-রাতের। খেলা হবে গোলাপি বলে। নায়ার বলেছেন, ‘‘পার্থক্য বলতে, আমাদের বলের রঙের সঙ্গে অভ্যস্ত হতে হবে। গোলাপি বল একটু বেশি চকচকে হয়। সেটার সঙ্গেও চোখ সওয়াতে হবে। আগামী কয়েক দিন আমাদের এই বিষয়গুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে। আসলে পার্থক্য আসলে মানসিকতার। আমরা অবশ্য পার্থেও গোলাপি বলে অনুশীলন করেছি।’’
কোচ গৌতম গম্ভীর প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরেছেন। তাঁর অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন নায়ার। সহকারী কোচ বলেছেন, ‘‘গৌতি ভাই কয়েক দিনের মধ্যে ফিরে আসবে। সঠিক তারিখ বলতে পারব না। তবে অ্যাডিলেড টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবে।’’
অধিনায়ক রোহিত অবশ্য শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন ব্যক্তিগত ভাবে। কিছুটা দেরিতে অস্ট্রেলিয়ায় যাওয়ায় সেখানকার পিচের সঙ্গে মানিয়ে নিতে এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন রোহিত। প্রস্তুতি ম্যাচে তাঁকে সম্ভবত ওপেনার হিসাবেই দেখা যাবে।