কুলদীপ যাদব। —ফাইল চিত্র।
ব্যাট হাতে নজির গড়লেন কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দেখা গিয়েছে বাঁহাতি স্পিনারের ব্যাটিং দক্ষতা। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সরফরাজ় খানদের মঞ্চে সমান উজ্জ্বল হয়ে রইলেন কুলদীপও।
রাজকোটে দশম টেস্ট খেলছেন কুলদীপ। এ ছাড়াও দেশের হয়ে ১০৩টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে দলকে তেমন ভরসা দিতে পারেননি কখনও। তবে শনিবার ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ‘নৈশপ্রহরী’ হিসাবে নামার পর রবিবার সকালেও ব্যাট হাতে ভরসা দিয়েছেন রোহিত শর্মাদের। তাতেই একটি নজির গড়েছেন কুলদীপ।
নিজের ১৪৮তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে প্রথম ছয় মারলেন কুলদীপ। রবিবারের আগে আন্তর্জাতিক ক্রিকেটে একটাও ছক্কা মারতে পারেননি তিনি। ভারতীয় ইনিংসের ৫৪তম ওভারের শেষ বলে টম হার্টলিকে ছয় মারেন কুলদীপ। ইংরেজ স্পিনারের লেগ স্টাম্পে পড়া বল মাঠের বাইরে পাঠিয়ে দেন ভারতের বাঁহাতি স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম ছক্কার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
রাজকোটে দ্বিতীয় ইনিংসে ৯১ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে। ১টি ছয় ছাড়াও তিনটি চার এসেছে তাঁর ব্যাট থেকে। যশস্বীর অপরাজিত ২১৪, শুভমনের ৯১, সরফরাজ়ের অপরাজিত ৬৮ রানের ইনিংসের পাশে কুলদীপের ব্যাটিংও প্রশংসিত হয়েছে এ দিন।