বিরাট কোহলির হাতে কালো ব্যান্ড। ছবি: রয়টার্স
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারেরা যখন ব্যাট করতে নামলেন তখন তাঁদের হাতে দেখা গেল কালো ব্যান্ড। কেন হঠাৎ এই ধরনের ব্যান্ড পরে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা ও শুভমন গিল?
গত সোমবার, ২৩ অক্টোবর প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী। ভারতীয় ক্রিকেটে বড় নাম ছিলেন বেদী। তাঁকে স্মরণ করেই কালো ব্যান্ড পরে নেমেছেন ভারতীয় ক্রিকেটারেরা।
ম্যাচের আগে টস বা তার পরে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিন্তু রোহিতদের হাতে কালো ব্যান্ড দেখা যায়নি। কিন্তু ভারতীয় সাজঘরে থাকা কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের জার্সিতে কালো ব্যান্ড দেখা যায়। পরে যখন ভারতের দুই ওপেনার নামছেন তখন তাঁদের হাতে দেখা যায় কালো ব্যান্ড।
এ বারের বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছে ভারত। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। রবিবার লখনউয়ে ইংল্যান্ডকে হারাতে পারলে টানা ছ’টি ম্যাচ জিতবেন রোহিতেরা। বিশ্বকাপের সেমিফাইনালে এক পা দিয়ে দেবেন তাঁরা। অন্য দিকে বিশ্বকাপ থেকে প্রায় বিদায় হয়ে যাবে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের।