ভারতের প্রথম বোলার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেট নিলেন ভুবনেশ্বর। ফাইল ছবি।
এশিয়া কাপে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বল হাতে কীর্তি গড়ে সেই দায়িত্ব পালন করলেন। ভারতের জোরে বোলাররা সম্মিলিত ভাবেও নজির গড়লেন।
প্রথম ভারতীয় বোলার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে চার উইকেট নিলেন ভুবনেশ্বর। রবিবারের ম্যাচে ডানহাতি জোরে বোলার এই কীর্তি গড়েছেন ২৬ রান খরচ করে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে আউট করে প্রতিপক্ষ শিবিরে প্রথম ধাক্কা দেন ভুবনেশ্বর। পরে শাদাব খান, আসিফ আলি, নাসিম শাহকে আউট করেছেন ৩২ বছরের জোরে বোলার।
রবিবার আরও একটি নজির তৈরি হয়েছে। পাকিস্তানের ১০টি উইকেটই নিয়েছেন ভারতের জোরে বোলাররা। হার্দিক পাণ্ড্য ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৩৩ রান দিয়ে ২ উইকেট অর্শদীপ সিংহের। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন আবেশ খান। এই প্রথম ২০ ওভারের কোনও ম্যাচে বিপক্ষের ১০টি উইকেটই তুলে নিলেন ভারতের জোরে বোলাররা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কোনও জোরে বোলারকেই খালি হাতে ফিরতে হয়নি। অন্য দিকে দুই স্পিনার যুজবেন্দ্র চহাল এবং রবীন্দ্র জাডেজা ছয় ওভার বল করেও উইকেট পাননি।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বোলিং আক্রমণ দেখে শুরুতে প্রাক্তন ক্রিকেটারদের কয়েক জন খুশি হননি। চার জন জোরে বোলার নিয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলার যুক্তি নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। ভুবনেশ্বর, হার্দিকদের পারফরম্যান্সই তাঁদের প্রশ্নের উত্তর দিয়েছে। নিজের পারফরম্যান্স নিয়ে ভুবনেশ্বর বলেছেন, ‘‘বোলিং শুরু করার আগে মনে হয়েছিল অল্প হলেও সুইং পাব। কিন্তু একটুও সুইং পাইনি। উইকেটে কিছুটা বাউন্স ছিল। আমরা আগেই ঠিক করেছিলাম উইকেটে বল রাখার চেষ্টা করব। পরে একটু খাটো লেংথে বল করার কথা ভাবি।’’