উইকেট নিয়ে উচ্ছ্বাস সিরাজের। ফাইল চিত্র
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভাল করেছেন মহম্মদ সিরাজ। ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন তিনি। নিয়েছেন ১ উইকেট। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে চাপে ছিলেন জিম্বাবোয়ের ব্যাটাররা। ভাল বল করার কৃতিত্ব জিম্বাবোয়ের দর্শকদের দিচ্ছেন সিরাজ। গ্যালারি থেকেই ভাল বল করার রসদ পেয়েছিলেন তিনি।
দ্বিতীয় ম্যাচের শেষে সিরাজ বলেন, ‘‘করোনাকালে মাঠে দর্শক ছিল না। সেই সময় খেলার ইচ্ছেটাই থাকত না। কিন্তু এখন আবার দর্শকরা আসছে। জিম্বাবোয়ের দর্শকরা নাচে-গানে গ্যালারি মাতিয়ে রেখেছে। এগুলো দেখে ভাল লাগে। ভাল বল করার ইচ্ছা হয়। আমার ভাল বল করার পিছনে গ্যালারির বড় ভূমিকা আছে।’’
জিম্বাবোয়ের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা করে বল করতে নেমেছিলেন বলে জানিয়েছেন সিরাজ। তিনি বলেন, ‘‘আমি প্রথম দু’ওভারে উইকেট তোলার চেষ্টা করছিলাম। কিন্তু তার পর থেকে উইকেটের ঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করেছি। ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ দিইনি। উইকেট না পেলে আমি চেষ্টা করি ব্যাটারদের আটকে রাখতে। এই ম্যাচেও সেটাই করেছি।’’
লাল বলের মতো সাদা বলের ক্রিকেটেও এখন নিজের ছন্দ খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন সিরাজ। তিনি বলেন, ‘‘খেলায় ভাল-খারাপ সময় আসে। কিন্তু আমি সব সময় নিজের শক্তি অনুযায়ী বল করেছি। নিজের উপর ভরসা রেখেছি। এখন সাদা বলের ক্রিকেটেও ছন্দে বল করছি।’’