ভারতীয় দল। — ফাইল চিত্র।
বিশ্বকাপের দলে তিনি নেই। এমনকী এক দিনের ক্রিকেটেও বহু দিন ধরে সুযোগ পাচ্ছেন না। সেই ভুবনেশ্বর কুমার আবার ভারতীয় দলে ফিরতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে জায়গা পেতে পারেন তিনি। বিশ্বকাপের পরেই এই সিরিজ় শুরু হবে।
ভারতীয় দলের হয়ে শেষ বার ২০২২ সালের নভেম্বরে খেলেছেন ভুবনেশ্বর। অভিজ্ঞ জোরে বোলারকে দলে নেওয়া হবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে। ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ় শুরু। ফলে বিশ্বকাপের পরে খুব কম সময়ই পাবেন প্রথম সারির ক্রিকেটারেরা। সে কারণে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো প্রথম সারির তারকারা না-ও খেলতে পারেন।
বোর্ডের এক সূত্র একটি ওয়েবসাইটে বলেছেন, “সিনিয়র দলের প্রায় সমস্ত বোলারকেই বিশ্রাম দেবেন নির্বাচকেরা। এই পরিস্থিতিতে ভুবনেশ্বরের মতো কোনও অভিজ্ঞ বোলারকেই অস্ট্রেলিয়া সিরিজ়ে দরকার। ও বোলিং বিভাগের নেতৃত্বে থাকবে। ভুবনেশ্বরকে দলে ফেরানোর সম্ভাবনা রয়েছে।”
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন ভুবনেশ্বর। সাতটি ম্যাচে তিনি ১৬টি উইকেট নিয়েছেন। তার মধ্যে কর্নাটকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পাঁচটি উইকেট রয়েছে। নির্বাচকেরাও স্বস্তি পেয়েছেন ভুবনেশ্বরের ফর্মে।