রোহিত শর্মা (বাঁ দিকে) এবং কুশল মেন্ডিস। — ফাইল চিত্র।
বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হেরেছে শ্রীলঙ্কা। ভারতের তোলা ৩৫৭ রানের জবাবে ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেই ম্যাচ নিয়ে তদন্তের দাবি তুললেন শ্রীলঙ্কার সাংসদ বিমল উইরাওয়ানসা। কেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস টসে জিতে আগে বল নিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইসিসি যে ভারতের কথায় ওঠে-বসে, এমন অভিযোগও তুলেছেন তিনি।
বিমলের দাবি, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেই নাকি কুশলকে বলেছিলেন টসে জিতলে আগে বল করতে। শ্রীলঙ্কার এই সাংসদের কথায়, “ভারতের বিরুদ্ধে টসে জেতার পরেই মাহেলা জয়বর্ধনেই শ্রীলঙ্কার অধিনায়ককে বলেছিল আগে বল করতে। ভারতের অধিনায়কও পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল যে কেন শ্রীলঙ্কা আগে বল করবে। ভারত নিজেরাও আগে ব্যাট করতে চাইছিল ওই পিচে।”
এর পরেই বিমল বলেছেন, “আইসিসি-কে চালনা করে ভারতই। এমনকী শ্রীলঙ্কার নির্বাচক কমিটিকেও নিয়োগ করেছে ভারত। বিশ্বকাপের আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হল না। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের আগে হল। আন্তর্জাতিক ক্রিকেটে নিশ্চয়ই বড় কিছু একটা চলছে। তবে আগে আমাদের খুঁজতে হবে কেন কুশলকে আগে বল করতে বলেছিল মাহেলা।”
বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ। আট ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে তারা। সেমিফাইনাল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। আপাতত তাদের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার।