Yashasvi Jaiswal

৩ নজির: ধর্মশালায় গড়লেন যশস্বী জয়সওয়াল, টপকে গেলেন সচিন, গাওস্করকে

একের পর এক নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। টপকে গেলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্করের মতো ক্রিকেটারকে। কোন কোন রেকর্ড গড়লেন যশস্বী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ২১:৫৩
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় ৫৭ রান করেন যশস্বী জয়সওয়াল। সেই ইনিংস খেলেই একের পর এক রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্করের মতো ক্রিকেটারকে। কোন কোন রেকর্ড গড়লেন যশস্বী?

Advertisement

দ্রুততম ১০০০ রান (ভারতীয়)

টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম ক্রিকেটার হিসাবে ১০০০ রান পার করলেন যশস্বী। মাত্র ১৬টি ইনিংস খেলেই ১০০০ রান করে ফেললেন তিনি। যশস্বী পিছনে ফেলে দিলেন সুনীল গাওস্কর, চেতেশ্বর পুজারা, মায়াঙ্ক আগরওয়ালের মতো ক্রিকেটারদের।

Advertisement

কম বয়সে ১০০০ রান (ভারতীয়)

যশস্বীর বয়স ২২ বছর ৭০ দিন। এই বয়সেই টেস্টে ১০০০ রান করে ফেলেছেন। এত কম বয়সে খুব কম ভারতীয় ব্যাটারই টেস্টে ১০০০ রানের মাইলফলক পার করেছেন। বিনোদ কাম্বলিকেও পিছনে ফেলে দেন তিনি। তবে যশস্বীর থেকেও কম বয়সে টেস্টে ১০০০ রান পার করেছিলেন সচিন তেন্ডুলকর, কপিল দেব এবং রবি শাস্ত্রী। এই তালিকায় যশস্বী রইলেন চতুর্থ স্থানে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬টি ছক্কা

এর আগে কোনও ভারতীয় ব্যাটার একটি দেশের বিরুদ্ধে টেস্টে ২৬টি ছক্কা মারতে পারেননি। সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫টি ছক্কা মেরেছিলেন। কিন্তু তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন ৭৪টি ইনিংস। সেখানে মাত্র ৯ ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬টি ছক্কা মারলেন যশস্বী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement