এনসিএ-তে লক্ষ্মণের সঙ্গে ছেত্রী। ছবি টুইটার
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) হঠাৎই হাজির হয়ে গেলেন সুনীল ছেত্রী। সেখানে হাজির থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা তো বললেনই, তাদের সঙ্গে ফিল্ডিং অনুশীলনও করে নিলেন। ‘শিক্ষক’ ছেত্রীকে পেয়ে খুশি এনসিএ-র ক্রিকেটাররা।
রবিবার এনসিএ-তে হাজির হন ভারতের ফুটবল দলের অধিনায়ক। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের পাশে বসে উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। নিজের ফুটবলজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন ক্রিকেটারদের সঙ্গে। বিভিন্ন ক্রিকেটাররা প্রশ্নও করেন ভারতের ফুটবল দলের অধিনায়ককে। তিনি সেই প্রশ্নের উত্তরও দেন।
সেই ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। তারা লিখেছে, ‘এনসিএ-র প্রতিবেশি, ভারতের ফুটবল দলের অধিনায়ক এবং কিংবদন্তি সুনীল ছেত্রী এসেছিলেন রবিবার বিকেলে। দারুণ ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি নিজের ফুটবলযাত্রার অভিজ্ঞতার কথা উত্তর-পূর্ব এবং প্লেট বিভাগে থাকা দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীর সঙ্গে খুব ভাল সম্পর্ক রয়েছে ছেত্রীর। গত বছর কোভিড লকডাউনের সময় ইনস্টাগ্রামে কোহলীর সঙ্গে একটি লাইভ চ্যাট আয়োজন করেছিলেন তিনি। সেই কথাবার্তায় দু’জনেই নিজেদের জীবনের কঠিন দিকগুলির কথা তুলে ধরেন।