ওয়াশিংটন সুন্দর। ছবি: পিটিআই।
গত ম্যাচে তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে আউট হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এই ম্যাচে তেমনই আউট হলেন ওয়াশিংটন সুন্দর। দু’ক্ষেত্রেই প্রশ্নের মুখে স্নিকো মিটার এবং তৃতীয় আম্পায়ার।
শুক্রবার ৬৬তম ওভারের শেষ বলে আউট হলেন ওয়াশিংটন। প্যাট কামিন্সের বল ছিল লেগ স্টাম্পের বাইরে। সেই বলে পুল মারতে গেলেন ওয়াশিংটন। তাঁর গ্লাভস ঘেঁষে বল চলে যায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে। কিন্তু মাঠের আম্পায়ার আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নেয়। সেখানে তৃতীয় আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন আউট দেন। কিন্তু বার বার রিভিউ দেখেন তিনি। স্নিকোমিটারেও বড় স্পাইক আসে। তবে বল আদৌ গ্লাভসে লেগেছে কি না তা স্পষ্ট ভাবে বোঝা যায়নি। তবুও মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে বলেন তৃতীয় আম্পায়ার।
স্নিকোমিটারে যে স্পাইক দেখা গিয়েছে তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। কারণ বল গ্লাভসে লাগার আগে এবং পরেও স্পাইক ছিল। গ্লাভস ছুঁয়ে বল পেরিয়ে যাওয়ার পর বড় স্পাইক দেখা যায়। সেই কারণেই ওয়াশিংটনকে আউট দেন তৃতীয় আম্পায়ার। কিন্তু ভিডিয়ো দেখে বলা কঠিন হয় বল আদৌ গ্লাভসে লেগেছিল কি না।
যশস্বীর ক্ষেত্রে মেলবোর্নে তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত স্নিকোমিটারের তথ্যকে পাত্তা দেননি। তিনি ভিডিয়োয় দেখেছিলেন বল গ্লাভস ছুঁয়েছে। সেই কারণে আউট দিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার দেখা গেল উল্টো ঘটনা। স্নিকোমিটারের তথ্যকে প্রাধান্য দিয়ে ওয়াশিংটনকে আউট দিলেন উইলসন। দু’ক্ষেত্রেই আউট ভারতীয় ব্যাটার।