Virat Kohli

রঞ্জি খেলতে নামবেন বিরাট, ম্যাচ আয়োজনে বাড়তি খরচ দিল্লি ক্রিকেট সংস্থার

৩০ জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি বনাম রেলওয়েজ় ম্যাচ। ১২ বছর পর কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে। আর তাতেই খরচ বেড়ে গিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:১১
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। ১২ বছর পর আবার তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে। আর তাতেই খরচ বেড়ে গিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি বনাম রেলওয়েজ় ম্যাচ। সেখানে কোহলি খেলবেন বলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

ইতিমধ্যেই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থেরা রঞ্জি খেলেছেন। ঘাড়ে চোটের কারণে কোহলি এখনও নামেননি। তবে শেষ ম্যাচে তিনি খেলবেন। যে কারণে দিল্লি ক্রিকেট সংস্থা নিরাপত্তার বাড়তি ব্যবস্থা রাখছে। সেই সঙ্গে ১০ হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা করছে। যদি প্রয়োজন হয় সংখ্যা আরও বৃদ্ধি করবে তারা।

আন্তর্জাতিক ম্যাচের সময় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে, ঘরোয়া ক্রিকেটে সেটা থাকে না। কিন্তু রোহিত, কোহলির মতো তারকা ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেট খেলতে নামায় দর্শকদের আগ্রহ তৈরি হচ্ছে রঞ্জি নিয়ে। যে কারণে শনিবার মুম্বইয়ে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েছিলেন। তিনি সোজা ছুটে যান মিড অনে ফিল্ডিং করা রোহিতের দিকে। যুবককে মাঠে ঢুকতে দেখে ছুটে যান নিরাপত্তা কর্মীরাও। তাঁরা ধরার আগেই রোহিতের কাছে পৌঁছে যান সেই যুবক। তবে বড় সমস্যা কিছু হয়নি। সেই যুবকের সঙ্গে করমর্দন করেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেন, যুবককে ভাল ভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য।

Advertisement

লাল বলের ক্রিকেটে রান পাচ্ছেন না কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেছিলেন। কিন্তু তার পরের চারটি টেস্টে সে ভাবে রান করতে পারেননি। পাঁচটি টেস্ট খেলতে তিনি মোট ১৯০ রান করেছিলেন। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় রয়েছে ভারতের। সেখানে রান না পেলে কোহলির আগামী দিনে টেস্ট দলে সুযোগ পাওয়াই মুশকিল হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement