বিরাট কোহলি। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরাট কোহলি। সেখান থেকে ফিরে শ্রীলঙ্কায় এক দিনের সিরিজ় খেলতে যান। সেই সিরিজ়ের পরে আবার লন্ডনে চলে গিয়েছেন কোহলি। সেখানে দেখা গিয়েছে তাঁকে।
সমাজমাধ্যমে কোহলির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লন্ডনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। কোহলির অনুরাগীরা সেই ভিডিয়ো ছড়িয়ে দিয়েছেন।
শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে খুব একটা ভাল খেলতে পারেননি কোহলি। তিনটি ম্যাচে মাত্র ৫৮ রান করেছেন। মিডল অর্ডারে ১৯.৩৩ গড়ে কোহলি রান করায় দল চাপে পড়েছে। সিরিজ় হেরেছে ভারত। ২৭ বছর পরে আবার ভারতকে এক দিনের দ্বিপাক্ষিক সিরিজ়ে হারিয়েছে শ্রীলঙ্কা। সেই সিরিজ়ের পরেই আবার লন্ডনে চলে গিয়েছেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টান টান ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালের আগে গোটা প্রতিযোগিতায় কোহলি করেছিলেন ৭৫ রান। কিন্তু ফাইনালে ৭৬ রান করেন তিনি। যে দিন বাকি সব ব্যাটার ব্যর্থ হয়েছেন সেখানেই নিজের কাজ করেছেন কোহলি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি।