Virat Kohli

নিজের ‘সাম্রাজ্য’ ফিরে পাওয়ার দোরগোড়ায় কোহলি, বিরাটের ‘পথের কাঁটা’ শুধু দু’জন, কারা?

প্রায় চার বছর ধরে নিজের ‘সাম্রাজ্য’ তৈরি করেছিলেন তিনি। পরে সেই ‘সাম্রাজ্যে’ ভাগ বসিয়েছেন অন্য ক্রিকেটারেরা। আরও এক বার নিজের ‘সাম্রাজ্য’ ফিরে পাওয়ার দোরগোড়ায় বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১৯:৫১
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র

আইসিসি ক্রমতালিকায় বিশ্বের সেরা ব্যাটার ছিলেন প্রায় চার বছর ধরে। নিজের ‘সাম্রাজ্য’ তৈরি করেছিলেন তিনি। পরে সেই ‘সাম্রাজ্যে’ ভাগ বসিয়েছেন অন্য ক্রিকেটারেরা। দীর্ঘ দিন ধরে পিছিয়ে ছিলেন তিনি। আরও এক বার নিজের ‘সাম্রাজ্য’ ফিরে পাওয়ার দোরগোড়ায় বিরাট কোহলি। তাঁর পথের ‘কাঁটা’ সতীর্থ শুভমন গিল ও পাকিস্তানের বাবর আজ়ম।

Advertisement

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সব থেকে বেশি ৭৬৫ রান করেছেন বিরাট। ভাল খেলায় পয়েন্ট বেড়েছে তাঁর। ফলে অনেকটা এগিয়ে গিয়েছেন তিনি। এখন তিন নম্বরে রয়েছেন বিরাট। আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন শুভমন। তাঁর পয়েন্ট ৮২৬। দ্বিতীয় স্থানে থাকা বাবরের পয়েন্ট ৮২৪। চলতি বিশ্বকাপেই বাবরকে টপকেছেন শুভমন। বিরাটের পয়েন্ট ৭৯১। অর্থাৎ, শুভমনের থেকে ৩৫ ও বাবরের থেকে ৩৩ পয়েন্ট পিছিয়ে রয়েছেন বিরাট।

আইসিসির ক্রমতালিকায় চার নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনিও ভাল খেলেছেন বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কককে টপকে চার নম্বরে উঠেছেন রোহিত। তাঁর পয়েন্ট ৭৬৯। পাঁচ নম্বরে থাকা ডি’ককের পয়েন্ট ৭৬০।

Advertisement

টানা ১২৫৮ দিন আইসিসির এক দিনের ক্রমতালিকায় ১ নম্বর ব্যাটার ছিলেন বিরাট। সেই সময় তাঁকে ছোঁয়ার লড়াই চলত। কিন্তু মাঝে একটা সময়ে খারাপ খেলছিলেন কোহলি। তাঁর ব্যাটে রান ছিল না। ফলে ক্রমতালিকায় প্রথম ২০-র বাইরে বেরিয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। সেখান থেকে ফিরেছেন কোহলি। আরও এক বার নিজের ‘সাম্রাজ্য’ দখলের দিকে এগোচ্ছেন বিরাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement