ইশান্ত শর্মা (বাঁ দিকে), ভরত অরুণ ও মহম্মদ শামির (ডান দিকে) সঙ্গে উমেশ যাদব (বাঁ দিক থেকে দ্বিতীয়)। —ফাইল চিত্র
ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে উরুতে চোট পেয়েছিলেন ভারতীয় বোলার উমেশ যাদব। আর খেলতে পারেননি তিনি। দেশে ফিরে আসেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছেন তিনি। সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন ভারতীয় জোরে বোলার।
২১ অগস্ট মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন এক দিনের প্রতিযোগিতায় চোট পান উমেশ। উরুর পেশিতে টান ধরে তাঁর। চোট পেয়ে মিডলসেক্সের হয়ে পরের দু’টি ম্যাচে খেলতে পারেননি তিনি। তার পরেই তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মিডলসেক্স। এই মরসুমে আর মিডলসেক্সের হয়ে খেলবেন না তিনি।
মিডলসেক্স একটি বিবৃতিতে জানিয়েছে, ‘উরুর পেশিতে টান ধরায় রয়্যাল লন্ডন কাপের বাকি ম্যাচে উমেশ খেলতে পারবেন না। ক্লাবের হয়ে কাউন্টিতে মরসুমের বাকি ম্যাচেও ওঁকে পাওয়া যাবে না। দলের হয়ে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে খেলার সময় চোট পান উমেশ। ফলে মাঠ ছেড়ে উঠে যেতে হয় ওঁকে। সেই ম্যাচে আর উমেশ খেলতে পারেননি।’
চোট পাওয়ার পরে দেশে ফিরে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেন উমেশ। বোর্ডের মেডিক্যাল দল তাঁর চোট পরীক্ষা করে দেখেন। কোনও ঝুঁকি নিতে চায়নি বোর্ড। উমেশকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। মিডলসেক্সকে জানিয়ে দেওয়া হয় যে উমেশ আর তাদের হয়ে খেলতে পারবেন না।
ভারতের হয়ে ৫২টি টেস্টে ১৫৮টি উইকেট নিয়েছেন উমেশ। ৭৫টি এক দিনের ম্যাচে নিয়েছেন ১০৬টি উইকেট। দেশের জার্সিতে সাতটি টি-টোয়েন্টি ম্যাচে ন’টি উইকেট রয়েছে তাঁর। ভারতের হয়ে ২০১৮ সালের ২৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছেন উমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি শেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দেশের জার্সিতে লাল বলের ক্রিকেটে ২০২২ সালের ১১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার মাঠে নেমেছেন এই ডান হাতি পেসার।