সুরেশ রায়না। ছবি: ইনস্টাগ্রাম
আইপিএলের মাঝে হঠাৎই পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে ঝগড়া লাগল সুরেশ রায়নার। ওই সাংবাদিককে কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজকদের একটি সিদ্ধান্ত নিয়ে দু’তরফে ঝামেলার সূত্রপাত।
শুক্রবার শাহিদ আফ্রিদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত ঘোষণা করেছে আইসিসি। সেই খবর প্রকাশ্যে আসার পরেই পাকিস্তানের এক সাংবাদিক পোস্ট করেন, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসাবে শাহিদ আফ্রিদিকে নিয়োগ করেছে। ভাল আছেন সুরেশ রায়না?”
রায়নাও ছাড়ার পাত্র নন। তিনি ওই সাংবাদিককে ২০১১ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়েছেন। পাল্টা লিখেছেন, “আমি আইসিসি-র দূত নয়। কিন্তু আমার ঘরে ২০১১ সালের বিশ্বকাপ রয়েছে। মোহালির সেই রাতের কথা মনে আছে তো? আশা করি আপনার মনে অবিস্মরণীয় কিছু স্মৃতি ভিড় করে আসবে।”
২০১১ সালের মোহালিতে সেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। রায়না ভাল খেলেছিলেন সেই ম্যাচে। দু’দেশের রাষ্ট্রপ্রধানেরা সেই ম্যাচে হাজির ছিলেন।
অতীতে ধারাভাষ্য দিতে গিয়ে আফ্রিদিকে কটাক্ষ করেছিলেন রায়না। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া রায়নাকে প্রশ্ন করেছিলেন, অবসর ভেঙে বেরিয়ে আসার কোনও ইচ্ছা আছে কি না। রায়না উত্তর দিয়েছিলেন, “আমি সুরেশ রায়না, শাহিদ আফ্রিদি নই।” আফ্রিদির একাধিক বার অবসর ভেঙে ফিরে আসাকেই কটাক্ষ করেছিলেন তিনি।