সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।
নেতৃত্বে ফিরলেন সঞ্জু স্যামসন। ভারতীয় দলে টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মে ফিরেছেন তিনি। একই বছরে তিনটি শতরান করেছেন। আবার শূন্যও করেছেন চারটি। যদিও শূন্য নয়, সমর্থকেরা মনে রাখতে চাইবেন শতরানগুলিই। সেই সঞ্জুকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অধিনায়ক করল কেরল।
আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু। এ বার কেরলকেও নেতৃত্ব দেবেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথম শতরান করেন। এর পর দক্ষিণ আফ্রিকায় গিয়ে দু’টি শতরান করেন তিনি। পাঁচ ম্যাচে তিনটি শতরান করা সঞ্জু এ বার খেলবেন ঘরোয়া ক্রিকেটে। ২৩ নভেম্বর থেকে শুরু হবে মুস্তাক আলি। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময় ভারতের কোনও টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই ঘরোয়া ক্রিকেট খেলতে অসুবিধা নেই সঞ্জুর।
রঞ্জি ট্রফিতে কেরলকে নেতৃত্ব দিয়েছেন সচিন বেবি। তাঁর নেতৃত্বে রঞ্জি খেলেছেন সঞ্জু। এ বার ভারতীয় উইকেটরক্ষককে অধিনায়ক করল কেরল। তবে রঞ্জিতে একটি ম্যাচেই খেলেছিলেন তিনি। ভারত-বাংলাদেশ সিরিজ়ের মাঝে বেঙ্গালুরুতে কর্নাটকের বিরুদ্ধে খেলেছিলেন সঞ্জু।
মুস্তাক আলিতে সঞ্জুর কেরল রয়েছে গ্রুপ ই-তে। সেই গ্রুপে রয়েছে মুম্বই, গোয়া, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, সার্ভিসেস এবং নাগাল্যান্ড। হায়দরাবাদে হবে এই গ্রুপের সব ম্যাচ।
কেরলের দল: সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সচিন বেবি, রোহন কুন্নুমাল, জলজ সাক্সেনা, বিষ্ণু বিনোদ, মহম্মদ আজহারউদ্দিন, বসিল থাম্পি, সলমন নিজার, আব্দুল বাজিত, অখিল স্কারিয়া, আজনাস এম, সিজোমন জোসেফ, মিঠুন এস, বৈসাখ চন্দ্রন, বিনোদ কুমার, বাসিল এন পি, শারাফুদ্দিন এন এম, নিধেশ এম ডি।