ICC ODI World Cup 2023

বিশ্বকাপের ৩ ম্যাচে ২১৭ রান, বিরাটকে টেক্কা রোহিতের, বাবরের ঘাড়ের আরও কাছে শুভমন

আইসিসির এক দিনের ক্রমতালিকায় উন্নতি হল রোহিত শর্মার। প্রথম দশে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক। শুধু তাই নয়, সতীর্থ বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:২১
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপে ব্যাট হাতে সফল হওয়ায় আইসিসির এক দিনের ক্রমতালিকায় উন্নতি হল রোহিত শর্মার। প্রথম দশে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক। শুধু তাই নয়, সতীর্থ বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন তিনি। অন্য দিকে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে না খেললেও বাবর আজ়মের সঙ্গে ব্যবধান আরও কমিয়েছেন শুভমন গিল।

Advertisement

বুধবার আইসিসি যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত। তাঁর পয়েন্ট ৭১৯। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ৭২ গড় ও ১৪১.৮৩ স্ট্রাইক রেটে রান করেছেন রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস খেলেছেন। তাই ক্রমতালিকায় উন্নতি হয়েছে তাঁর।

বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন বিরাটও। ৭১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধেও শতরান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভাল করলেও অবশ্য বড় রান করতে পারেননি তিনি। সেই কারণেই তাঁকে টপকে গিয়েছেন রোহিত।

Advertisement

ক্রমতালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর। ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করায় নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি। কিন্তু শুভমন খুব একটা পিছিয়ে নেই। বাবরের পয়েন্ট ৮৩৬। শুভমনের ৮১৮। এ বারের বিশ্বকাপের পরের ম্যাচগুলিতে ভাল খেলতে পারলে প্রতিযোগিতা শেষ হতে হতে এক দিনের ক্রমতালিকায় শীর্ষে চলে যেতে পারেন ভারতীয় ওপেনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement