রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
দুবাইয়ে চলছে আইপিএল নিলাম। তার মাঝেই দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমে পড়ল ভারত। সেই ম্যাচে অভিষেক হচ্ছে রিঙ্কু সিংহের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল খেলা রিঙ্কু দেশের হয়ে এত দিন শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই সুযোগ পাচ্ছিলেন। এ বার ৫০ ওভারের ক্রিকেটেও সুযোগ পেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে সহজেই জিতেছিল ভারত। সেই ম্যাচ খেলে এক দিনের দল ছেড়ে টেস্ট দলে যোগ দিয়েছেন শ্রেয়স আয়ার। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পেলেন রিঙ্কু। তাঁকে অভিষেক ম্যাচে ভারতের টুপি পরিয়ে দিলেন কুলদীপ যাদব।
টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম। গত ম্যাচে টস জিতে নিজেরা আগে ব্যাট করতে নেমে ভুগতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই ভুল আবার করতে চাননি মার্করাম। এ বার তাঁরা ভারতকে বল করতে পাঠালেন। ভারত অধিনায়ক লোকেশ রাহুল যদিও পিচ বুঝতে পারেননি বলে জানালেন। তিনি বলেন, “পিচ কেমন হবে তা বুঝতে পারছি না। আরও একটু অপেক্ষা করতে হবে। টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারেরা জানিয়েছে যে, পিচে বাউন্স রয়েছে। শ্রেয়সের জায়গায় রিঙ্কুকে দলে নেওয়া হয়েছে।”
ভারতের প্রথম একাদশে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, আরশদীপ সিংহ, আবেশ খান, কুলদীপ যাদব এবং মুকেশ কুমার।