Ravichandran Ashwin

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অশ্বিনের, সাজঘরেই চোখের জল মোছালেন কোহলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:২৩
Share:

(বাঁ দিকে) সাজঘরে অশ্বিনকে জড়িয়ে ধরেছেন কোহলি। সতীর্থের কাঁধে হাত কোহলির (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিছু ক্ষণ আগে। সাজঘরে বিরাট কোহলির পাশে বসে কেঁদে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেটাই সত্যি হল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। অর্থাৎ, সিরিজ়ের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত শর্মারা।

Advertisement

ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন। তিনি বলেন, “আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।” আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। তিনি বলেন, “আমার মনে হয়ে এখনও কিছুটা ক্রিকেট আমার মধ্যে বাকি রয়েছে। সেটা আমি ক্লাব স্তরের ক্রিকেটে দেখাতে চাই।”

অবসরের দিনে নিজের কয়েক জন সতীর্থের নাম নিয়েছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য তাঁদের ধন্যবাদ দিয়েছেন ভারতীয় স্পিনার। অশ্বিন বলেন, “আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার এই কেরিয়ারে সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের পেয়েছি। ওরা ব্যাটারের চার দিকে দাঁড়িয়ে আমার বলে ক্যাচ ধরে আমার কাজটা সহজ করে দিয়েছে।” ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিয়েছেন অশ্বিন।

Advertisement

বুধবার ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায়। দু’দল সাজঘরে ফেরে। তার কিছু ক্ষণ পরেই দেখা যায় সাজঘরে বসে রয়েছেন অশ্বিন। পাশে বসে কোহলি। অশ্বিন তাঁকে কিছু একটা বলছেন। তার পরেই দেখা যায়, অশ্বিনের চোখে জল। তাঁকে জড়িয়ে ধরেন কোহলি। তার পরেও বেশ কিছু ক্ষণ দু’জনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। সেই সময় অশ্বিনের কাঁধে ছিল কোহলির হাত। কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পরে কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে।

এই দৃশ্যের পরেই অশ্বিনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ধারাভাষ্যকারদের মধ্যে কেউ কেউ তো বলেই ফেলেন, অশ্বিন নিশ্চয় নিজের অবসরের কথা ভাবছেন। কারণ, ক্রিকেটারেরা জানেন, তাঁদের দিকে ক্যামেরা থাকবে। তার পরেও অশ্বিনের মতো ক্রিকেটার তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। এর থেকেই স্পষ্ট অবসর নিয়ে কিছু ভাবছেন তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল।

ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তাঁর দখলে। কিন্তু গত নিউ জ়িল্যান্ড সিরিজ় থেকেই ম্লান ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেখানে মাত্র একটি উইকেট পান। সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিলেন অনিল কুম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement