Ravi Shastri

Ravi Shastri: ধৈর্যই ছিল না, একটুতেই রেগে যেতেন শাস্ত্রী! ফাঁস করলেন দলের ক্রিকেটার

দলের ক্রিকেটাররা কিছু বেচাল করলেই নাকি রেগে যেতেন রবি শাস্ত্রী। একটুও ধৈর্য ছিল না তাঁর। ফাঁস করলেন দলের ক্রিকেটার দীনেশ কার্তিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১২:৫৪
Share:

বিরাট কোহলীর সঙ্গে রবি শাস্ত্রী। ফাইল চিত্র

কোচ হিসাবে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। আইসিসি ট্রফি না জিতলেও ভারতীয় দলকে টেস্ট ক্রমতালিকায় শীর্ষে নিয়ে গিয়েছেন রবি শাস্ত্রী। কিন্তু তাঁর নাকি একটুও ধৈর্য ছিল না। ক্রিকেটাররা কিছু বেচাল করলেই রেগে যেতেন। শাস্ত্রীর এই গোপন কথা ফাঁস করেছেন দীনেশ কার্তিক।

Advertisement

একটি সাক্ষাৎকারে পুরনো কোচের প্রসঙ্গে কার্তিক বলেন, ‘‘শাস্ত্রীর একটুও ধৈর্য ছিল না। যদি কোনও ক্রিকেটার একটা নির্দিষ্ট গতিতে রান না করত, তা হলে শাস্ত্রী বিরক্ত হতেন। কোনও ক্রিকেটার অনুশীলনে যেমন খেলত, ম্যাচে তেমন না খেললেই শাস্ত্রী রেগে যেতেন। ব্যর্থতা একেবারেই সহ্য করতে পারতেন না। শাস্ত্রী সব সময় চাইতেন দলের ক্রিকেটাররা ভাল খেলবে।’’

শাস্ত্রীর কোচিংয়ের ধরনের প্রশংসা করেছেন কার্তিক। শাস্ত্রীর সময়ে ভারতীয় দলের ক্রিকেটারদের মানসিকতায় বদল এসেছিল বলে মনে করেন তিনি। কার্তিক বলেছেন, ‘‘উনি খুব প্রতিভাবান না হলেও পরিশ্রমের জোরে সাফল্য পেয়েছেন। ওঁর কাছে যা আশা করা হয়েছিল তার থেকে বেশি সাফল্য দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। দলের যে কোনও ক্রিকেটার যে কোনও সময় শাস্ত্রীর সঙ্গে কথা বলতে পারত। ওঁর সময়ে ক্রিকেটারদেরও মানসিকতায় বদল এসেছিল। সবাই জিততে চাইত। হার কেউ মেনে নিতে পারত না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement