Dhruv Jurel

কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচের সেরা, কী ভাবে ব্যাট হাতে সফল, জানালেন ভারতের ‘নতুন ধোনি’

আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচের সেরা হয়েছে ধ্রুব জুরেল। যেখানে বাকিরা পারলেন না সেখানে কী ভাবে এত ভাল ব্যাট করলেন তিনি? ম্যাচ জিতে জানালেন জুরেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৯
Share:

রাঁচীতে ৯০ রানের ইনিংসের পথে ধ্রুব জুরেল। ছবি: রয়টার্স।

তাঁকে দেখে এক বারও মনে হয়নি কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন। যে পিচে বাকি ব্যাটারেরা খেলতে হিমশিম খাচ্ছিলেন সেই টেস্টে সাবলীল ভাবে ব্যাট করলেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে তাঁর ৯০ রান না হলে হয়তো শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারত না ভারত। দ্বিতীয় ইনিংসেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সেই কারণেই জুরেলকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে। ব্যাট হাতে কী ভাবে সফল হলেন, সেই নেপথ্য কাহিনি জানালেন ভারতীয় ব্যাটার।

Advertisement

ম্যাচ শেষে জুরেল বলেন, “আমি পরিস্থিতি অনুযায়ী খেলেছি। প্রথম ইনিংসে আমাদের রান দরকার ছিল। আমি জানতাম, যতটা বেশি রান করতে পারব, তত ভাল। কারণ, চতুর্থ ইনিংসে আমাদেরই ব্যাট করতে হত। সেই কাজটাই করার চেষ্টা করেছি।”

৯০ রানের পথে নীচের সারির ব্যাটারদের সঙ্গে জুটি বেঁধেছিলেন জুরেল। সেই কারণে শুধু নিজেকে নয়, বাকিদেরও সমান কৃতিত্ব দিয়েছেন তিনি। জুরেল বলেন, “শেষ দিকে কয়েকটা জুটি হয়েছিল। তাই ওদেরও কৃতিত্ব দিতে হবে। আমি শুধু বল দেখে সেই অনুযায়ী খেলছিলাম। খুব বেশি কিছু ভাবার চেষ্টা করিনি।”

Advertisement

দ্বিতীয় ইনিংসেও ১২০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। তখনও জেতার জন্য ৭২ রান দরকার ছিল। শুভমন গিলের সঙ্গে সেটাই করেন জুরেল। ব্যাট করার সময় কী পরিকল্পনা করেছিলেন তাঁরা? জুরেল বলেন, “আমরা ঠিক করেছিলাম শেষ পর্যন্ত খেলব। লক্ষ্যকে ১০ রানের এক একটা সেটে ভাগ করে নিয়েছিলাম। একটা করে সেট ধরে এগোচ্ছিলাম। সেটাই কাজে এসেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement