India Vs Bangladesh

ভারতীয় দলে এক জনের জায়গা পাকা, বুঝিয়ে দিলেন রোহিত, কার নাম নিলেন অধিনায়ক

মঙ্গলবার সাংবাদিক বৈঠক বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে জানিয়ে দিলেন লোকেশ রাহুলকে সব ম্যাচে খেলাতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৭
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

বাংলাদেশের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ় শুরু বৃহস্পতিবার থেকে। চেন্নাইয়ের মাঠে নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার ভারত। মঙ্গলবার সাংবাদিক বৈঠক বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে জানিয়ে দিলেন লোকেশ রাহুলকে সব ম্যাচে খেলাতে চান তিনি।

Advertisement

সব ম্যাচে রাহুল

রাহুলকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে এর মধ্যে ১০টি টেস্ট খেলতে হবে। রোহিত বুঝিয়ে দিয়েছেন, সব ম্যাচে রাহুলকে খেলানো হবে। তিনি বলেন, “বিশ্বে খুব কম ক্রিকেটারই রয়েছে, যারা সারা জীবন ফর্মে থাকে। খুব কম ক্রিকেটারের কোনও সমস্যা থাকে না জীবনে। এমনটা খুব কমই হয়। বেশির ভাগ ক্রিকেটারের জীবনে চড়াই-উতরাই থাকে। কেরিয়ারে কখনও ভাল হয়, কখনও খারাপ। তাই সবচেয়ে ভাল হচ্ছে নিজেকে বুঝে চলা। নিজের উপর প্রত্যাশার চাপ তৈরি না করা। রাহুল কেমন ক্রিকেটার সেটা সবাই জানে। আমরা রাহুলকে সব ম্যাচে খেলাতে চাই। সেটা ওকে বলা হয়েছে। আমরা চাই ওর মধ্যে থেকে সেরাটা বার করে আনতে। প্রত্যাবর্তনের পর রাহুল ভাল খেলছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছে। হায়দরাবাদে রাহুলের চোট পাওয়াটা দুর্ভাগ্যজনক। টেস্ট ক্রিকেটে রাহুলের সফল না হওয়ার কোনও কারণ দেখছি না। সুযোগ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাহুল কী ভাবছে নিজের কেরিয়ার নিয়ে এবং সেই সুযোগ কী ভাবে কাজে লাগাচ্ছে।”

Advertisement

বাংলাদেশকে হুমকি

পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারতকেও সতর্ক করেছে তারা। যদিও রোহিত সেই সতর্কবার্তায় কান দিতে নারাজ। তিনি বলেন, “সব দল চায় ভারতকে হারাতে। আমাদের হারিয়ে আনন্দ পেতে চায়। বাংলাদেশকে মজা নিতে দাও। অনেক ধরনের দলের বিরুদ্ধে খেলেছি। আমরা শুধু নিজেদের খেলা নিয়েই ভাবব। ইংল্যান্ড এখানে খেলতে এসে সাংবাদিক বৈঠকে অনেক কথা বলেছিল। সেই সময়েও আমরা আমাদের কাজটা করেছি। কোন দলের বিরুদ্ধে খেলছি ভাবি না। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই।” রোহিতের সংযোজন, “বাংলাদেশ আমাদের কাছে কোনও অনুশীলন সিরিজ় নয়। সন ম্যাচ গুরুত্বপূর্ণ। সে যেখানেই খেলি। আমরা জিততে চাই। এই টেস্ট এবং সিরিজ় আমরা জিততে চাই। খুব বেশি দূরের দিকে তাকাচ্ছি না। সকলকে দলে ফিরে পেয়ে ভাল লাগছে।”

গম্ভীরের সঙ্গে কাজ

শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের। তাঁর সঙ্গে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখতে ভারতের সহকারী কোচ। বোলিং কোচ হিসাবে মর্নি মর্কেল যোগ দিয়েছেন বাংলাদেশ সিরিজ়ের আগে। রোহিত বলেন, “গম্ভীর, নায়ারকে আমি খুব ভাল ভাবেই চিনি। মর্কেলের বিরুদ্ধে অনেক কঠিন ম্যাচ খেলেছি। রায়ানের সঙ্গে যদিও খুব বেশি কাজ করিনি। তবে শ্রীলঙ্কা সফরে ওকে দেখে খুব মিশুকে মনে হয়েছে। সব কোচের কাজ করার একটা ধরন থাকে। ১৭ বছর ধরে ক্রিকেট খেলছি। অনেক কোচের প্রশিক্ষণে খেলেছি। সকলের নিজস্ব চিন্তাভাবনা থাকে। সেই অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হয়। পারস্পরিক বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ।”

পেসারদের বিশ্রাম দেওয়া

ভারতীয় দল এখন পেসারদের সব ম্যাচে খেলানোর পক্ষে নয়। ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের বিশ্রাম দেওয়ার পক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত বলেন, “আমরা সব সময় চাই আমাদের সেরা ক্রিকেটারদের খেলাতে। দলের জন্য যেটা ভাল, সেই অনুযায়ী ক্রিকেটার বেছে নিই আমরা। তবে কোন ক্রিকেটার কতটা পরিশ্রম নিতে পারবে সেটাও দেখতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরা, সিরাজকে সব ম্যাচ খেলানো হয়নি। আমরা চাই সকলে খেলুক। আমাদের দলে অনেক পেসার আছে। দলীপেও আমরা প্রতিভাবান পেসারদের পেয়েছি। তাই আমি পেসারদের নিয়ে খুব চিন্তিত নই।”

প্রস্তুতি এবং প্রথম একাদশ

দলীপে বেশ কিছু প্রথম সারির ক্রিকেটারকে খেলানো হয়েছে। রোহিত জানিয়েছেন, অনেক দিন কোনও ম্যাচ ছিল না, সেই কারণেই বাংলাদেশ সিরিজ়ের আগে দলীপে খেলানো হয়েছে। রোহিত বলেন, “আমাদের অনেক দিনের বিশ্রাম ছিল। তাই এই ক্যাম্প করাটা জরুরি ছিল। মাঠে একসঙ্গে সময় কাটিয়ে আমরা আবার তৈরি। দলীপ ট্রফিতেও অনেকে খেলেছে ম্যাচে ফেরার জন্য। দল বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু জনকে নিয়ে ভাবার কিছু থাকে না। তারা খেলবেই। বাকিদের বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখি কে ম্যাচ জেতাতে পারবে। সেই ভাবেই আমরা প্রথম একাদশ বেছে নিই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement