india cricket

India Vs Ireland: হার্দিকদের নিয়ে কাজ শুরু করে দিলেন ভারতীয় দলের ‘নতুন কোচ’

রবিবার থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তার আগে প্রস্তুতি সারল ভারতীয় ক্রিকেট দল। নজর রাখলেন ভিভিএস লক্ষ্মণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৮:২৯
Share:

অধিনায়ক হার্দিকের (বাঁ দিকে) সঙ্গে লক্ষ্মণ (ডান দিকে)। ছবি: টুইটার

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব তাঁর হাতে। কিন্তু এখন ভারতীয় ক্রিকেট দলের কোচের ভূমিকাও পালন করতে হচ্ছে তাঁকে। ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে টেস্ট সফরে যাওয়ায় আয়ারল্যান্ডে ভারতের টি-টোয়েন্টি দলের কোচ হয়ে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে দলকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

এক দিন পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারল ভারতীয় দল। নজর রাখলেন কোচ লক্ষ্মণ। খেলতে নামার আগে ক্রিকেটারদের পরামর্শও দিলেন তিনি। বিসিসিআই ভারতীয় দলের প্রস্তুতির কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, গোল হয়ে দাঁড়িয়ে দল। পরামর্শ দিচ্ছেন লক্ষ্মণ।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অধিনায়ক হিসাবে আইপিএল জেতার পরে এ বার জাতীয় দলেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিরাট কোহলী, রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাওয়ায় দলে বেশ কয়েক জন নতুন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement