পন্থের পরামর্শে সফল আবেশ ফাইল চিত্র
চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে উইকেট পাননি। রাজকোটে চতুর্থ টি২০-তে ছন্দে ফিরেছেন তিনি। চার ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। আবেশ খানের চার উইকেটের পিছনে রয়েছে অধিনায়ক ঋষভ পন্থের মগজাস্ত্র। ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন আবেশ নিজেই।
সিরিজের প্রথম দু’টি ম্যাচে হারার পরে পন্থের সমালোচনা হয়েছিল। অনেকেই বলেছিলেন, পন্থ কোনও অধিনায়কই নন। আবেশ তাঁর সাফল্যের জন্য সেই পন্থকেই কৃতিত্ব দিলেন। ম্যাচ শেষে পরিকল্পনার কথা বলতে গিয়ে আবেশ বলেন, ‘‘উইকেটে দু’রকমের বাউন্স ছিল। কোনও বল লাফাচ্ছিল। কোনও বল নিচু হচ্ছিল। তাই লেংথে বল করার চেষ্টা করছিলাম। কোথায় ফিল্ডার রাখা হবে তা নিয়ে বার বার পন্থের সঙ্গে কথা হচ্ছিল। ও আমাকে অনেক পরামর্শ দিয়েছিল। সেগুলো মেনে বল করছিলাম।’’
আবেশকে কী পরামর্শ দিয়েছিলেন পন্থ? ফিল্ডিং পরিবর্তন করে সেই অনুযায়ী আবেশকে বল করতে বলছিলেন ভারত অধিনায়ক। আবেশ বলেন, ‘‘পন্থের পরামর্শ মেনে ফাইন লেগ এগিয়ে এনে মিড উইকেটের ফিল্ডারকে পিছিয়ে দিয়েছিলাম। তার পর লেংথে বল করে ভ্যান ডার ডুসেনকে মিড উইকেটে খেলতে বাধ্য করেছিলাম। মার্কো জ্যানসেনের মুখে বল লাগার পরে আমাকে কাটার করতে বলেছিল পন্থ। ও ফাঁদে পা দিয়েছিল। কেশব মহারাজকেও ধীরে বল করেছিলাম। প্রতিটা পরিকল্পনা কাজে লেগে গিয়েছিল।’’
শুক্রবার আবেশের বাবার জন্মদিন ছিল। বিশেষ দিনে ভাল করতে পেরে উচ্ছ্বসিত আবেশ। বলেন, ‘‘বাবার জন্মদিনে চার উইকেট নিতে পেরে আরও ভাল লাগছে। এই চার উইকেট বাবাকে উৎসর্গ করছি।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।