Mithali Raj

Mithali Raj: পাকিস্তানকে হারালেও ব্যাটারদের তালিকায় নামলেন ভারতীয় অধিনায়ক মিতালি

ব্যাটার, বোলার ও অলরাউন্ডার, তিন তালিকাতেই উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হেইলি ম্যাথুজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১১৯ রান করেন তিনি। পরে বল হাতে দু’উইকেট নেন ম্যাথুজ। শেষ পর্যন্ত তিন রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের পরে ব্যাটারদের তালিকায় ২০, বোলারদের তালিকায় ১০ ও অলরাউন্ডারের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন তিনি।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৭:২৬
Share:

তালিকায় পতন মিতালির ফাইল চিত্র।

মহিলাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজে হারালেও আইসিসি-র এক দিনের ব্যাটারদের তালিকায় নামলেন ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ। তালিকায় চতুর্থ স্থানে নেমে গিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৩৬ বলে মাত্র ৯ রান করে আউট হন মিতালি। তার ফলেই তালিকায় পতন হয়েছে তাঁর। তবে সেই ম্যাচে ব্যাট হাতে ভাল খেলা স্নেহ রানা ও পূজা বস্ত্রকর ব্যাটারদের তালিকায় উপরে উঠেছেন।

Advertisement

বিশ্বকাপের প্রথম কয়েক দিনেই ব্যাপক রদবদল হয়েছে আইসিসি তালিকায়। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৮৬ রান করেন। তার ফলেই এই উন্নতি। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ১৩০ রান করা র‌্যাচেল হেয়নস ছ’ধাপ উঠে সাত নম্বরে রয়েছেন। তার ঠিক আগে রয়েছেন সেই ম্যাচেই ইংল্যান্ডের হয়ে শতরান করা ন্যাট শিভার।

Advertisement

ব্যাটার, বোলার ও অলরাউন্ডার, তিন তালিকাতেই উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হেইলি ম্যাথুজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১১৯ রান করেন তিনি। পরে বল হাতে দু’উইকেট নেন ম্যাথুজ। শেষ পর্যন্ত তিন রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের পরে ব্যাটারদের তালিকায় ২০, বোলারদের তালিকায় ১০ ও অলরাউন্ডারের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement