স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।
আইপিএল শেষ হয়ে গেলেও বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মাঠে খেলায় বিরতি এখনই হচ্ছে না। কারণ, আইপিএল শেষ হওয়ার পরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় খেলবে ভারতের মহিলা দল। সবগুলি খেলা হবে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে। অর্থাৎ, বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে খেলতে নামবেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরেরা।
ভারতের বিরুদ্ধে তিনটি ফরম্যাটের সিরিজ় খেলতে আসছে দক্ষিণ আফ্রিকার মহিলা দল। প্রথমে রয়েছে এক দিনের সিরিজ়। তার পরে টেস্ট। শেষ টি-টোয়েন্টি সিরিজ়। দক্ষিণের দুই রাজ্যেই হবে সবগুলি ম্যাচ।
ভারতের মাটিতে প্রথমে এক দিনেক সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। তিনটি ম্যাচের সিরিজ় হবে। প্রথম ম্যাচ ১৬ জুন। দ্বিতীয় ম্যাচ ১৯ জুন। এক দিনের সিরিজ়ের তৃতীয় ম্যাচ হবে ২৩ জুন। তিনটি খেলা হবে বেঙ্গালুরুতে।
এক দিনের সিরিজ়ের পরে দু’দলের মধ্যে একটিই টেস্ট ম্যাচ খেলা হবে। এর আগে দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছেন মন্ধানারা। এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন তাঁরা। ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত হবে খেলা। টেস্ট হবে চেন্নাইয়ে।
সব শেষে হবে টি-টোয়েন্টি সিরিজ়। এই সিরিজ়েও তিনটি ম্যাচ হবে। সবগুলি খেলা হবে চেন্নাইয়ে। প্রথম টি-টোয়েন্টি ৫ জুলাই। দ্বিতীয় ম্যাচ হবে ৭ জুলাই। ৯ জুলাই তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজ়।