ICC Womens T20 World Cup 2024

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার ভারতের, সব বিভাগেই ব্যর্থ হরমনরা, বিতর্ক রান আউট নিয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। ব্যাটার এবং বোলারদের ব্যর্থতায় হারতে হল নিউ জ়িল্যান্ডের কাছে। শুক্রবার দুবাইয়ে কিউয়িদের কাছে ৫৮ রানে হেরেছে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ২২:৫২
Share:

হরমনপ্রীত কউর। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। ব্যাটার এবং বোলারদের ব্যর্থতায় হারতে হল নিউ জ়িল্যান্ডের কাছে। শুক্রবার দুবাইয়ে কিউয়িদের কাছে ৫৮ রানে হেরেছে ভারত। প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে প্রথম ম্যাচেই ধাক্কা খেলেন হরমনপ্রীত কউরেরা। নিউ জ়িল্যান্ডের তোলা ১৬০/৪-এর জবাবে ভারত আটকে শেষ হয়ে যায় ১০২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই নিউ জ়িল্যান্ডের বৃহত্তম জয়। এই হারে রান রেটের দিক থেকেও বড় ধাক্কা খেল ভারত।

Advertisement

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জ়িল্যান্ড। প্রথম থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল সোফি ডিভাইনদের কৌশল। শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেন ওপেনারেরা। পাওয়ার প্লে-র ছয় ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে নেয় নিউ জ়িল্যান্ড। বোলারেরা দিশেহারা হয়ে পড়েছিলেন। দোসর হয় খারাপ ফিল্ডিং।

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে লোপ্পা ক্যাচ ফেলেন উইকেটকিপার রিচা ঘোষ। অরুন্ধতী রেড্ডির বল লেগ সাইডে খেলতে গিয়েছিলেন সুজি বেটস। বল ব্যাটের কানায় লেগে আকাশে উঠে গিয়েছিল। সহজ ক্যাচ ছিল। সেটাই ফেলে দেন রিচা। তার আগেই রেণুকা সিংহের হাতের ফাঁক দিয়ে বল গলে চার হয়। অষ্টম ওভারে নিউ জ়িল্যান্ডকে ধাক্কা দেন অরুন্ধতী। শ্রেয়াঙ্কা পাতিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বেটস (২৭)। নবম ওভারের প্রথম বলেই আর এক ওপেনার জর্জিয়া প্লিমারকে (৩০) ফেরান আশা শোভনা। পর পর দু’টি উইকেট হারিয়ে নিউ জ়‌িল্যান্ডের রানের গতি কিছুটা কমে।

Advertisement

১৪তম ওভারের শেষ বলে তৈরি হয় নাটক। দীপ্তি শর্মার বল লং-অফের দিকে ঠেলে এক রান নিয়েছিলেন অ্যামেলিয়া কের। হরমনপ্রীত বল ধরে ফেলেন। তার পরে দ্বিতীয় রান নিতে দৌড়ন কের। হরমনপ্রীত সঙ্গে সঙ্গে উইকেটকিপার রিচার দিকে বল ছুড়ে দেন। রিচা রান আউট করেন কেরকে। কিউয়ি ব্যাটার নিজেকে আউট মনে করে সাজঘরে ফিরতে শুরু করলেও আম্পায়ারেরা ডেকে নেন তাঁকে। আউট দেননি। হরমনপ্রীত প্রতিবাদ করলেও তাঁকে জানানো হয়, তিনি বল ধরার সঙ্গে সঙ্গে সেটি ‘ডেড’ হয়ে গিয়েছে। ফলে কেরের রান আউট বৈধ নয়। হরমনপ্রীত একেবারেই খুশি হতে পারেননি সিদ্ধান্তে।

নিউ জ়‌িল্যান্ডের রানের গতি বাড়ে শেষের দিকে। চালিয়ে খেলতে থাকেন অধিনায়ক সোফি। দীপ্তিকে এক ওভারে তিনটি চার মারেন। কোনও বোলারকেই রেয়াত করছিলেন না। শেষ ওভারে অর্ধশতরান পূরণ করেন। অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৭ রানে।

জেস কেরকে প্রথম বলে চার মেরে শুরুটা ভাল করেছিলেন স্মৃতি মন্ধানা। ভারত প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের প্রথম বলেই। ফেরেন শেফালি বর্মা (২)। এক ওপেনারকে হারিয়ে রানের গতি কমে যায় ভারতের। পঞ্চম ওভারে ফেরেন স্মৃতি (১২)। ষষ্ঠ ওভারে হরমনপ্রীত (১৫) ফিরতে চাপে পড়ে ভারত।

রানের গতি ক্রমশ কমছিল। ফলে সাহসী শট খেলতে গিয়ে একের পর এক উইকেট দিতে থাকেন ব্যাটারেরা। ব্যর্থ হন জেমাইমা রদ্রিগেস (১৩), রিচা (১২), দীপ্তি (১৩)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement