Indian Women Cricket team

মন্ধানার ১০০, হরমনপ্রীতের ৫৯, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে জয় ভারতের

তৃতীয় এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডের মহিলা দলকে ৬ উইকেটে হারাল ভারতের মহিলা দল। কয়েক দিন আগে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়া কিউয়িরা প্রথমে ব্যাট নিয়েও সুবিধা করতে পারলেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২১:৩৩
Share:

শতরানের পর স্মৃতি মন্ধানা। ছবি: বিসিসিআই।

তৃতীয় এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডের মহিলা দলকে ৬ উইকেটে হারালেন হরমনপ্রীত কাউরেরা। শতরান করলেন স্মৃতি মন্ধানা। হরমনপ্রীত-স্মৃতির ১১৭ রানের জুটিতে সহজ জয় পেল ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৩২ রান করে কিউয়িরা। জবাবে ৪৪.২ ওভারে ৪ উইকেটে ২৩৬ ভারতের। একই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ় জিতল ভারত।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। কিন্তু কয়েক দিন আগে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়া কিউয়িরা আহমেদাবাদের ২২ গজে বিশেষ সুবিধা করতে পারেননি। ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউ জ়িল্যান্ডের মহিলা দল। ওপেনার সুজ়ি বেটস (৪), তিন নম্বরে নামা লরেন ডন (১), চার নম্বরে নামা ডিভাইন (৯) দ্রুত আউট হয়ে যান। ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের ইনিংসের হাল ধরেন আর এক ওপেনার জর্জিয়া প্লিমার এবং পাঁচ নম্বরে নামা ব্রুকি হ্যালিডে। চাপের মুখে ৬৭ বলে ৩৯ রান করেন প্লিমার। রান পাননি ছ’নম্বরে নামা ম্যাডি গ্রিনও (১৫)। তবে পিচের এক দিন আগলে রেখেছিলেন হ্যাডিলে। তাঁর ৯৬ বলে ৮৬ রানের ইনিংসই নিউ জ়িল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। শেষ দিকে ইসাবেলা গেজ়ের ২৫ এবং লিয়া তাহুহুর ২৪ রানের অপরাজিত ইনিংস সফরকারীদের ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম দীপ্তি শর্মা ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ৪১ রানে ২ উইকেট প্রিয়া মিশ্রের। ৪৪ রানে ১ উইকেট সীমা ঠাকোরের। ৪৯ রানে ১ উইকেট নিয়েছেন রেণুকা সিংহ।

Advertisement

জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ভারতীয়রা। ওপেনার শেফালি বর্মা (১২) দ্রুত আউট হলেও চালিয়ে খেলেন মন্ধানা। তাঁর সঙ্গে জুটি বাঁধেন তিন নম্বরে নামা যষ্ঠিকা ভাটিয়া। যষ্ঠিকা ৪৯ বলে ৩৫ রান করে আউট হন। এর পর মন্ধানার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক হরমনপ্রীত। ১২২ বলে ১০০ রানের ইনিংস খেললেন মন্ধানা। ১০টি চার দিয়ে নিজের ইনিংসটি সাজান ভারতীয় দলের সহ-অধিনায়ক। এক দিনের আন্তর্জাতিকে অষ্টম শতরান করার পাশাপাশি দলকেও জয়ের কাছে পৌঁছে দেন মন্ধানা। ভাঙলেন মহিলাদের এক দিনের আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে মিতালি রাজের সবচেয়ে বেশি শতরানের রেকর্ড। এত দিন মিতালি এবং মন্ধানা যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন সাতটি করে শতরান করে। হরমনপ্রীত অবশ্য দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। তাঁর ৬৩ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে রয়েছে ৬টি চার। ১৮ বলে ২২ রানের আগ্রাসী ইনিংস খেললেন জেমাইমা রদ্রিগেজও।

নিউ জ়িল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম হান্না রোয়ি। ৪৭ রানে ২ উইকেট নেন তিনি। ৪৪ রানে ১ উইকেট পেয়েছেন ডিভাইন। ৫০ রানে ১ উইকেট পেয়েছেন ফার্ন জোনাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement