India

India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় তিন টেস্ট ভারতের

করোনা প্রতিষেধক নেওয়া সীমিত সংখ্যক দর্শক মাঠে বসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট দ্বৈরথ উপভোগ করতে পারবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ০৯:০৫
Share:

ফাইল চিত্র।

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এ ছাড়াও সংশ্লিষ্ট সফরে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ়ও খেলবে ভারত। ১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে টেস্ট ম্যাচ দিয়ে যা শুরু হওয়ার কথা। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৬-৩০ ডিসেম্বর প্রিটোরিয়ায় আর নতুন বছরের ৩-৭ জানুয়ারি তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কেপ টাউনে। শুক্রবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে এ কথা জানানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, করোনা প্রতিষেধক নেওয়া সীমিত সংখ্যক দর্শক মাঠে বসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট দ্বৈরথ উপভোগ করতে পারবেন। দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী, মাঠে দু’হাজার সমর্থক ঢুকতে পারবেন। কিন্তু এই মুহূর্তে সেখানে করোনা সংক্রমণের হার কমেছে। আগামী এক মাসে সেখানে সংক্রমণের হার আরও কমলে বেশি দর্শক ঢোকার অনুমতি মিলতেও পারে বলে অনুমান করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় ভারতের ক্রীড়াসূচি: প্রথম টেস্ট (জোহানেসবার্গ, ১৭-২১ ডিসেম্বর), দ্বিতীয় টেস্ট (প্রিটোরিয়া, ২৬-৩০ ডিসেম্বর), তৃতীয় টেস্ট (কেপ টাউন, ৩-৭ জানুয়ারি)। প্রথম ওয়ান ডে (পার্ল, ১১ জানুয়ারি), দ্বিতীয় ওয়ান ডে (কেপ টাউন, ১৪ জানুয়ারি), তৃতীয় ওয়ান ডে (কেপ টাউন, ১৬ জানুয়ারি)। প্রথম টি-টো টোয়েন্টি (কেপ টাউন, ১৯ জানুয়ারি), দ্বিতীয় টি-টোয়েন্টি (কেপ টাউন, ২১ জানুয়ারি), তৃতীয় টি-টোয়েন্টি (পার্ল, ২৩ জানুয়ারি), চতুর্থ ওয়ান ডে (পার্ল, ২৬ জানুয়ারি)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement