ভারতের টেস্ট দল। ছবি: পিটিআই।
নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেই সফর নিয়ে এখন থেকেই শুরু হয়েছে উত্তেজনা। পাঁচ টেস্টের সিরিজ়ে ভাল ফল করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারত। তবে সেই সিরিজ়ে মাত্র একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এমনটাই জানা গিয়েছে এক ওয়েবসাইটের তরফে।
ভারতের মূল দল অস্ট্রেলিয়া যাওয়ার আগে সে দেশে যাবে ভারত ‘এ’ দল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে তারা। এর পরে ভারতের মূল দলের বিরুদ্ধে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে। ফলে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ থাকছে না। আগামী ১৫-১৭ নভেম্বর, পার্থে সেই ম্যাচ হবে। একই মাঠে ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।
ভারত ‘এ’-র দল এখনও ঘোষণা হয়নি। তবে সেই দলের নেতৃত্ব দেওয়ার কথা রুতুরাজ গায়কোয়াড়ের। টেস্ট দলে অতীতে খেলেছেন এমন কিছু ক্রিকেটারও সেই দলে থাকতে পারেন। ভারত ‘এ’ এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচ দু’টি রয়েছে ৩১ অক্টোবর-৩ নভেম্বর, উত্তর ম্যাকে এবং ৭-১০ নভেম্বর, মেলবোর্নে। সেই দলটিকেই রেখে দেওয়া হবে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতের তরফে প্রস্তুতি ম্যাচ খেলার কোনও অনুরোধ তাদের কাছে আসেনি। তাদের দাবি, এখনকার সময়ে প্রস্তুতি ম্যাচের প্রথা প্রায় উঠেই গিয়েছে। গত বছর ভারত সফরে এসে অস্ট্রেলিয়াও কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি।