Asian Games

হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ, এশিয়ান গেমসে ক্রিকেটের ফাইনালে যশস্বীদের সামনে আফগানিস্তান

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ফাইনালে আফগানিস্তান। শনিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে তারা। পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দিল রশিদ খানের দেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ১৪:৪৫
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ফাইনালে আফগানিস্তান। শনিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে তারা। পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দিল রশিদ খানের দেশ।

Advertisement

শুক্রবার সকালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। দুপুরে ম্যাচ ছিল পাকিস্তান এবং আফগানিস্তানের। সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয় হয় পাকিস্তানের। ওপেনার ওমাইর ইউসুফ (২৪) ছাড়া আর কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। আফগানিস্তানের বাঁহাতি পেসার ফারিদ আহমেদ একাই নেন তিন উইকেট। পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে।

সেই রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। নুর আলি জাদরান একাই করেন ৩৯ রান। ৭১ রানে ৫ উইকেট হারানোর পরেও লড়াই ছারেনি আফগান ক্রিকেটারেরা। অভিজ্ঞ গুলবাদিন নইব ১৯ বলে ২৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অল্প রানের পুঁজি নিয়ে পাক বোলারেরা দলকে জেতাতে পারেননি।

Advertisement

ভারতের ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিলেন রুতুরাজ গায়কোয়াড়েরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ হয়ে যায় মাত্র ৯৬ রানে। যে রান তুলতে কোনও অসুবিধাই হয়নি ভারতের। মাত্র ৯.২ ওভারে জয়ের রান তুলে নেয় তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement