shikhar dhawan

India vs West Indies 2022: শিখর ধবন অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের দলে একাধিক চমক

ইংল্যান্ড সিরিজের পর ফের বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলী, যশপ্রীত বুমরারা। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ১৫:৪১
Share:

ফের নেতা ধবন। —ফাইল চিত্র

ফের বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলীরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের দলে নেই ভারতের প্রথম দলের একাধিক ক্রিকেটার। নেতৃত্ব দেবেন শিখর ধবন। সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা। ১৬ জনের দল ঘোষণা করল ভারত।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পোর্ট অব স্পেনে হবে সেই ম্যাচগুলি। ২২ জুলাই প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৪ জুলাই। শেষ ম্যাচ ২৭ জুলাই। রোহিত, বিরাটরা না থাকায় প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে যাচ্ছে ভারত। নেই হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থরাও।

ধবন ছাড়াও ওপেনার হিসাবে দলে রয়েছেন শুভমন গিল, ঈশান কিশন এবং রুতুরাজ গায়কোয়াড়। দু’বছর পর ফের এক দিনের দলে সুযোগ পেলেন শুভমন। ২০২০ সালে তিনি শেষ বার এক দিনের ম্যাচ খেলেছিলেন। দলে রয়েছেন দীপক হুডাও।

Advertisement

সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন রয়েছেন এই দলে। উইকেটরক্ষক হিসাবে দলে ঈশান এবং সঞ্জু। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন জাডেজা এবং শার্দূল ঠাকুর।

জাডেজা ছাড়াও স্পিনারদের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চহাল এবং অক্ষর পটেল। দলে নেওয়া হয়েছে চার পেসার। আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহকে নেওয়া হলেও নেই উমরান মালিক।

ভারতীয় দল: শিখর ধবন, শুভমন গিল, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement