BCCI

India vs West Indies 2022: লক্ষ্য বড় ব্যবধানে জয়, রবিবারই কি সিরিজ ভারতের পকেটে

দ্বিতীয় এক দিনের ম্যাচে বড় ব্যবধানে জিততে চায় ভারত। লক্ষ্য সিরিজ জয়ও। মাঝের সারির ব্যাটাররা একটু ভাবালেও এগিয়ে রয়েছে ভারতই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:২৩
Share:

জয়ই লক্ষ্য ভারতের। ছবি পিটিআই

প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা দ্বিতীয় বার এক দিনের সিরিজ জেতার সুযোগ রয়েছে তাদের সামনে।

Advertisement

শুক্রবারের ম্যাচে ভারত প্রায় সব বিভাগেই ভাল খেলেছে। ওপেনিংয়ে যেমন শিখর ধবন এবং শুভমন গিল ভাল রান করেছেন, তেমনই বল হাতে ভাল খেলেছেন মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং যুজবেন্দ্র চহাল। তিন জনেই দু’টি করে উইকেট নিয়েছেন। যে ওপেনিং জুটি প্রথম ম্যাচে সাফল্য এনে দিয়েছে, সেই জুটির উপরেই দ্বিতীয় এক দিনের ম্যাচে ভরসা রাখছে ভারত।

শুধু তাই নয়, তিনে নামা শ্রেয়স আয়ারও ভরসা দিয়েছেন অর্ধশতরান করে। তবে ভারতকে ভাবতে হবে মাঝের সারির ব্যাটারদের নিয়ে। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন বা দীপক হুডা, কেউই পরের দিকে নেমে অবদান রাখতে পারেননি। কোনও ভাবে প্রথম তিন ব্যাটারের কেউ ব্যর্থ হলে ভারতের স্কোরবোর্ডে বড় রান তোলার দায়িত্ব মাঝের সারির ব্যাটারদেরই পালন করতে হবে।

Advertisement

বোলিং নিয়ে অবশ্য বেশি চিন্তা নেই। মহম্মদ শামি বা যশপ্রীত বুমরার অনুপস্থিতি মিটিয়ে দিয়েছেন সিরাজ। যোগ্য সঙ্গত দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর। প্রথম ম্যাচে ধবন চমক দিয়েছেন হুডাকে প্রথম ২০ ওভারের মধ্যে বল করাতে এনে। উইকেট না পেলেও ওভার পিছু রান দেওয়ার নিরিখে সবার নীচে ছিলেন হুডা। সেই পরিকল্পনা দ্বিতীয় ম্যাচেও কাজে লাগতে পারে।

সব মিলিয়ে, কিছুটা হলেও ভারত দ্বিতীয় এক দিনের ম্যাচে এগিয়ে থেকে নামবে। তা ছাড়া, এই সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ চাপমুক্ত হয়ে খেলতে নামবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement