ইডেনে সাধারণ দর্শকের অনুমতি কি মিলবে ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হতে চলা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দু’-তিন হাজার দর্শক খেলা দেখতে পারবেন। তাঁরা কেউই সাধারণ দর্শক নন। স্পনসর এবং সিএবি-র অধীনে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরই খেলা দেখার বন্দোবস্ত করা হচ্ছে। বাকি দু’টি ম্যাচে যাতে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যায় তার জন্য সিএবি ফের অনুরোধ করেছে বিসিসিআই-কে।
সাধারণ দর্শকদের প্রবেশের অনুমতি চেয়ে বোর্ডের কাছে কিছু দিন আগেই আবেদন করেছিল সিএবি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ২-৩ হাজার কমপ্লিমেন্টারি টিকিট পাওয়া দর্শকরাই খেলা দেখতে পারবেন।
জানা গিয়েছে, সেই দর্শকদের জন্য ইডেনের আপার টায়ার এবং হসপিটালিটি বক্স প্রস্তুত রাখা হচ্ছে। করোনার কথা মাথায় রেখে তাঁদের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হবে বলে জানা গিয়েছে। ইডেনে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। আমদাবাদে হওয়া এক দিনের সিরিজে ৩-০ জিতেছে ভারত।