ভারতীয় দলের উল্লাস ছবি: টুইটার
ওয়েস্ট ইন্ডিজকে ১৯৩ রানে থামিয়ে দিয়ে ৪৪ রানে ম্যাচ জিতে গেল ভারত।
৩৪ রানের মাথায় আকিল হুসেনকে আউট করলেন শার্দুল। ৮ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের।
ফ্য়াবিয়েন অ্যালেনকে আউট করলেন মহম্মদ সিরাজ। ১৫৯ রানে ৭ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের।
৩৬ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান ওয়েস্ট ইন্ডিজের। এখনও জিততে ১০০ রান দরকার তাদের।
এক দিনের ক্রিকেটে প্রথম উইকেট নিলেন দীপক হুডা। ৪৪ রানের মাথায় শামার ব্রুকসকে আউট করলেন তিনি। ১১৭ রানে ৬ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের।
২৮ ওভারে ৫ উইকেটে ১০২ রান ওয়েস্ট ইন্ডিজের। এখনও জয়ের জন্য দরকার ১৩৬ রান।
শার্দুল ঠাকুরের বলে আউট জেসন হোল্ডার। ৫ উইকেট পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।
বল করতে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানকে ৯ রানের মাথায় আউট করলেন প্রসিদ্ধ কৃষ্ণ।
যুজবেন্দ্র চহালের বলে ২৭ রান করে আউট হোপ। ৫২ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের।
দ্বিতীয় উইকেট নিলেন প্রসিদ্ধ। ১ রান করে আউট ড্যারেন ব্র্যাভো।
ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কাটা দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বল করতে এসেই উইকেট তুলে নিলেন তিনি। ব্রেন্ডন কিংকে ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ।
এখনও পর্যন্ত কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৭ ওভারে ৩১ রান তুলে নিয়েছে তারা।
দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের স্কোর ২৩৭/৯। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৩৮ রান।
দ্রুত রান তুলছিলেন দীপক হুডা। কিন্তু ২৫ বলে ২৯ রান করে আউট হলেন তিনি।
ফের ভারতকে ধাক্কা দিলেন জোসেফ। তুলে নিলেন সিরাজকে। মাত্র ৩ রান করেন তিনি।
মাত্র ৮ রান করেই আউট শার্দূল। জোসেফের বলে ক্যাচ দিলেন ব্রুকসকে।
বড় শট খেলতে গিয়ে আউট হলেন ওয়াশিংটন। ২৪ রান করেন তিনি।
৬৪ রান করে আউট হলেন সূর্য। সুইপ মারতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। পঞ্চম উইকেট হারাল ভারত।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান করলেন সূর্যকুমার। তাঁর ব্যাটই ভরসা হয়ে উঠেছে ভারতের।