ছবি: বিসিসিআই
সূর্যকুমার যাদব এবং বেঙ্কটেশ আয়ারের ব্যাটে ছয় উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।
কটরেলের বলে ক্যাচ তুললেন পন্থ। স্কোয়ার লেগে স্মিথের ক্যাচ দিলেন ভারতের উইকেটরক্ষক।
ক্রিজে ঋষভ পন্থ এবং সূর্যকুমার যাদব। জয়ের জন্য আর ৪৬ রান প্রয়োজন ভারতের।
পর পর দুই উইকেট হারাল ভারত। ঈশানের পর ফিরলেন বিরাটও। ১৩ বলে ১৭ রান করেন তিনি।
দুই ওপেনারকে ফেরালেন চেজ। ৪২ বলে ৩৫ রান করলেন ঈশান।
৪০ রান করে ফিরলেন রোহিত। ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়ে গেলেন অডিয়েন স্মিথের হাতে।
ইডেনে রোহিত, ঈশানের দাপট। ৪০ রান করে ফেলেছেন রোহিত।
ভারতের সামনে ১৫৮ রানের লক্ষ্য রাখল ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে উইকেট পেলেন হর্ষল। দুর্দান্ত ক্যাচ নিলেন রোহিত।
শেষ বেলায় বল করতে এসে নিকোলাস পুরানকে ফিরিয়ে দিলেন হর্ষল। ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৩৫/৬।
ইডেনের মাঠে অর্ধশতরান করলেন নিকোলাস পুরান। ৩৮ বলে অর্ধশতরান করেন তিনি। উল্টো দিক থেকে একে পাঁচ ব্যাটার ফিরে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছেন পুরান। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন পোলার্ড।
এক ওভারে দুই উইকেট নিলেন বিষ্ণোই। রভমান পাওয়েলকে ফিরিয়ে দিলেন তিনি।
অভিষেক ম্যাচে প্রথম সাফল্য পেলেন বিষ্ণোই। রস্টন চেজকে এলবিডব্লিউ করলেন তিনি। ১০ বলে ৪ রান করে আউট চেজ।
ইডেনে ১০ ওভার শেষে ৭১ রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট হারিয়ে তারা।
উইকেট পেলেন চহাল। ওপেনার কাইল মেয়ারসের উইকেট তুলে নিলেন তিনি। এলবিডব্লিউ করলেন তাঁকে। ২৪ বলে ৩১ রান করেন কাইল।
অভিষেক ম্যাচের শুরুটা ভাল হল না বিষ্ণোইয়ের। যুজবেন্দ্র চহালের বলে ক্যাচ নিলেন তিনি। কিন্তু পা ছুঁয়ে গেল বাউন্ডারিতে। ছয় রান পেলেন পুরান।
তিন ওভারে এক উইকেট হারিয়ে ১৮ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ভুবনেশ্বরের সঙ্গে ভারতের হয়ে বোলিং ওপেন করেছেন দীপক চাহার।
ইডেনে খেলা শুরু আগে ঘণ্টা বাজালেন প্রধান নির্বাচক চেতন শর্মা।
ব্র্যান্ডন কিংকে প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন ভুবি। সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিলেন কিং। ৫ বলে ৪ রান করেন তিনি।
বুধবার ভারতীয় দলে অভিষেক হচ্ছে রবি বিষ্ণোইয়ের। দলে নেই শ্রেয়স আয়ার।