ছিটকে গেলেন রাহুল, অক্ষর। ছবি টুইটার
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল এবং অক্ষর পটেল। শুক্রবার বিসিসিআই এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে। শনিবার সন্ধেবেলায় দুই দল আমদাবাদ থেকে কলকাতায় চলে আসছে।
দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক রাহুল। জানা গিয়েছে, বাঁ দিকের আপার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তাঁর। অন্য দিকে, অক্ষর পটেল এখনও পুরোপুরি সুস্থই হতে পারেননি। কোভিডে আক্রান্ত হওয়ার পর রিহ্যাবের শেষ পর্যায়ে ছিলেন তিনি। চোটের অভিঘাত বোঝার জন্যে দু’জনকেই আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে।
এই দুই ক্রিকেটারের পরিবর্তও ঘোষণা করে দিয়েছে বোর্ড। রুতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুডাকে পরিবর্ত হিসেবে দলে নেওয়া হচ্ছে। দীপক এক দিনের সিরিজেও দলে ছিলেন।
উল্লেখ্য, আমদাবাদে এক দিনের সিরিজের মতো কলকাতাতে টি-টোয়েন্টি সিরিজও রুদ্ধদ্বার স্টেডিয়ামে করার ভাবনাচিন্তা রয়েছে বিসিসিআই-এর। তবে সিএবি-র তরফে বোর্ডের কাছে আবেদন করে দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে।