ইডেনে অনুশীলনে পোলার্ড। ছবি: সিএবি
ইডেনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কায়রন পোলার্ড। সেখানে তিনি জানিয়ে দিলেন আইপিএল নিয়ে ভাবছেন না, দেশের হয়ে খেলাটাই তাঁদের প্রধান লক্ষ্য। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন পোলার্ড।
এক দিনের সিরিজে ০-৩ ব্যবধানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড বলেন, “ভারতীয় পরিবেশে খেলার অভিজ্ঞতা অর্জন করেছি আমরা এক দিনের সিরিজ থেকে।” সামনেই আইপিএল। মুম্বই দল রেখে দিয়েছে পোলার্ডকে। তবে কোটিপতি লিগ নিয়ে ভাবতে রাজি নন তিনি। পোলার্ড বলেন, “এখন আইপিএল নিয়ে ভাবছি না। দেশের হয়ে খেলতে এসেছে সকলে। সেটাই এখন লক্ষ্য।”
এক দিনের ক্রিকেটে হারের পিছনে ধারাবাহিকতার অভাবকে দায়ী করেছেন পোলার্ড। তিনি বলেন, “ক্রিকেটের সব ধরনের বিভাগেই আমাদের উন্নতি করতে হবে।” টি-টোয়েন্টি সিরিজে তিনি নিজে খেলবেন বলেই জানালেন পোলার্ড। তিনি বলেন, “আমার হাঁটুতে অসুবিধা ছিল। এক দিনের ক্রিকেটে খেলতে পারিনি। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে আমাদের দলের সকলেই তৈরি খেলার জন্য। সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।”
ইডেনের পিচ নিয়ে খুশি পোলার্ড। তিনি বলেন, “ক্রিকেটের জন্য খুব ভাল পিচ। ব্যাটিং, বোলিং সব কিছুতেই এই পিচ সাহায্য করবে। আমাদের পিছনে তাকালে চলবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে।” পোলার্ডের অনুপস্থিতিতে ক্যারিবিয়ান দলকে নেতৃত্ব দেন নিকোলাস পুরান। তাঁর নেতৃত্ব নিয়ে খুশি পোলার্ড। আগামী দিনে অধিনায়ক হিসেবে ভাল খেলার প্রতিশ্রুতি তাঁর মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন পোলার্ড।