—ফাইল চিত্র
আরশদীপের বলে আউট শনাকা। শ্রীলঙ্কার আশাও কার্যত শেষ।
উমরান মালিক ফিরিয়ে দিলেন মাহিশ থিকশানাকে।
পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। চহাল দ্বিতীয় উইকেট তুলে নেন। তিনি ফেরালেন ধনঞ্জয় ডি সিলভাকে। ১৪ বলে ২২ রান করে আউট তিনি। ১২ ওভারে ১০১ রান তুলল শ্রীলঙ্কা।
এ বার উইকেট নিলেন চহাল। তাঁর বলে মাভির হাতে ক্যাচ দিলেন চারিত আশালঙ্ক। ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
আরশদীপ ফেরালেন পাতুম নিশঙ্ককে। অভিষ্কা ফের্নান্দোর উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। পর পর উইকেট যেতেই আটকে গেল শ্রীলঙ্কার রানের গতি।
শ্রীলঙ্কার ওপেনার কুসল মেন্ডিসের উইকেট তুলে নিলেন অক্ষর। উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৫ বলে ২৩ রান করেন মেন্ডিস।
প্রথম ৩ ওভারেই ৩১ রান তুলে নিল শ্রীলঙ্কা। রান আটকাতে ব্যর্থ হার্দিক এবং আরশদীপ। চতুর্থ ওভারে বল করতে এলেন শিবম মাভি।
প্রথম বলেই উইকেট পেয়ে গিয়েছেন ভেবে লাফিয়ে উঠেছিলেন হার্দিক। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন, কিন্তু রিভিউ নেন নিশঙ্ক। তাতে দেখা যায় আউট হননি তিনি। প্রথম ওভারে ৬ রান দেন হার্দিক।
জয়ের জন্য শ্রীলঙ্কার চাই ২২৯ রান। সূর্যকুমার যাদব অপরাজিত রইলেন ১১২ রানে। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে অক্ষরও শেষ দিকে ভারতের রান বাড়িয়ে দিলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটার সূর্যকুমার। ৪৫ বলে শতরান করলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর তৃতীয় শতরান।
এক দিকে সূর্য একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছেন, অন্য দিকে হার্দিক, দীপকরা আসছেন এবং ফিরে যাচ্ছেন। মদুশঙ্কের বলে এ বার আউট দীপক।
শনিবারের ম্যাচেও রান পেলেন হার্দিক। বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন তিনি। কাসুন রাজিতার বলে ক্যাচ দিলেন ডি সিলভার হাতে।
সবে হাত খুলতে শুরু করেছিলেন শুভমন, কিন্তু হাসরঙ্গের বলের লাইন ফস্কে বোল্ড হলেন তিনি। অর্ধশতরান হাতছাড়া হল তাঁর। মাত্র ৪ রানের জন্য ৫০ করতে পারলেন না তিনি।
২৬ বলে অর্ধশতরান করে ফেললেন সূর্য। মাঠের কোনও দিক বাদ দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বোলারদের ঘুম ছুটিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটার। গত বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান ছিল তাঁর। আইসিসির ক্রমতালিকায় এক নম্বর তিনি। রাজকোটের মাঠে বোঝাচ্ছেন কেন সেই জায়গা তাঁর দখলে।
দ্রুত রান তুলছেন সূর্যকুমার। আগের ম্যাচে সে ভাবে থিতু হওয়ার আগেই আউট হয়ে গিয়েছিলেন। শনিবার তাঁকে আটকানোর পথ খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কার বোলাররা।
শুরুতে ঈশান কিশন এবং কিছুটা রান তুলে রাহুল ত্রিপাঠী ফিরলেও রানের গতি বজায় রেখে ভারত। ১০ ওভারে তুলে নিয়েছে ৯২ রান। শুভমন গিল ২৭ বলে ২৮ রান করেছেন। সূর্যকুমার যাদব করেছেন ১৫ বলে ২৫ রান।
পর পর দু'টি ছক্কা হাঁকানোর পরেই বিদায় নিলেন রাহুল ত্রিপাঠী। ভারতের দ্রুত রান তোলার কাজটা শুরু করে দিয়ে গেলেন তিনি। মাত্র ১৬ বলে ৩৫ করলেন ত্রিপাঠী।
ঈশান রান না পেলেও শুরুটা ভাল করলেন শুভমন গিল। মদুশঙ্কর বলে একটি ছক্কা এবং একটি চার মারলেন তিনি। ভারতীয় ওপেনার ছন্দে ফেরার হদিস দিলেন? তরুণ ওপেনারের থেকে এমন শটই দেখতে চান সমর্থকরা। কিন্তু ধারাবাহিকতার অভাব দেখা যায় বার বার। ৩ ওভারে ২২ রান ভারতের। সাজঘরে ফিরে গিয়েছেন ঈশান।
প্রথম ওভারেই ভারতের তরুণ উইকেটরক্ষককে সাজঘরে ফেরালেন দিলশান মদুশঙ্ক। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ক্যাচ দিলেন ঈশান। ভারতীয় ক্রিকেটারদের অনেকের মধ্যেই এই রোগ দেখা যায়। ওপেনিং নিয়ে ভারতের চিন্তা কমল না এই ম্যাচেও।