—ফাইল চিত্র
অর্ধশতরান করেই আউট সূর্যকুমার। ১৬ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলল ১৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৫৮ রান।
২০ বলে অর্ধশতরান করলেন অক্ষর। ভারতকে ম্যাচে ফেরালেন তিনি। ১০ ওভারে ভারতের ছিল মাত্র ৬৪ রান। সেখান থেকে অক্ষর এবং সূর্যকুমারের দাপটে ১৫ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৩৯ রান। জয়ের জন্য প্রয়োজন ৫ ওভারে ৬৮ রান।
৯ রান করে ওয়ানিন্দু হাসরঙ্গের বলে আউট হলেন দীপক হুডা। পঞ্চম উইকেট হারাল ভারত।
উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিলেন হার্দিক। ১২ রান করে সাজঘরে ভারত অধিনায়ক।
ঈশান কিশান ২ রান করে সাজঘরে ফেরেন। শুভমন গিল করেন ৫ রান। অভিষেক ম্যাচে রাহুল ত্রিপাঠী করেন ৫ রান। কাসুন রাজিতা নেন ২ উইকেট। ত্রিপাঠীর উইকেট নেন মদুশঙ্ক।
শিবম মাভি দিলেন ৫৩ রান। তিন উইকেট নিলেও উমরান মালিক দিলেন ৪৮ রান। আরশদীপ মাত্র ২ ওভার বল করে দিলেন ৩৭ রান। অক্ষর পটেল নিলেন ২ উইকেট। ৪ ওভারে তিনি ২৪ রান দিয়েছেন। চহাল ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তিনিই শ্রীলঙ্কার প্রথম উইকেটটি নিয়েছিলেন। শ্রীলঙ্কার হয়ে শুরুটা ভাল করেন দুই ওপেনার। কুশল মেন্ডিস ৫২ রান করেন। অন্য ওপেনার নিশঙ্কা করেন ৩৩ রান। আশালঙ্ক করেন ৩৭ রান। শেষ বেলায় ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক দাসুন শনকা। শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন তিনি।
উইকেট হারালেও রান কমেনি শ্রীলঙ্কার। অধিনায়ক দাসুন শনাকা ১৭ বলে ৩৭ রান করে ফেলেছেন। আরশদীপ ২ ওভারে ৩৭ রান দিয়েছেন। তিন উইকেট নিলেও উমরান দিলেন ৪৮ রান। ১৮ ওভারে ১৮৬ রান করে ফেলেছে শ্রীলঙ্কা।
নিজের শেষ ওভারের প্রথম বলে হ্যাটট্রিক করার সুযোগ ছিল উমরানের। কিন্তু সেই বলে চার রান দিলেন তিনি।
তৃতীয় উইকেট নিলেন উমরান। পর পর দু'বলে দু'টি উইকেট নিলেন ভারতীয় পেসার। তাঁর বলে বোল্ড হাসরঙ্গ। ১৬ ওভার শেষে ১৩৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ৬ উইকেট হারিয়েছে তারা। পরের ওভারে হ্যাটট্রিকের সুযোগ রয়েছে উমরানের।
উমরান ফেরালেন আশালঙ্ককে। ছক্কা মারতে গিয়ে আউট হলেন আশালঙ্ক। ক্যাচ দিলেন শুভমন গিল।
শ্রীলঙ্কার চার ব্যাটার সাজঘরে। চরিত আশালঙ্ক এর মধ্যেই লড়াই করে চলেছেন। ১৫ বলে ৩০ রান করে অপরাজিত তিনি। ১৫ ওভারে ১২৯ রান তুলে ফেলেছে শ্রীলঙ্কা।
অক্ষরের বলে এ বার আউট ধনঞ্জয় ডি সিলভা। ৩ রান করে আউট তিনি। দ্বিতীয় উইকেট পেলেন অক্ষর। ক্যাচ নিলেন দীপক হুডা।
পাতুম নিশঙ্কের উইকেট নিলেন অক্ষর। বাউন্ডারিতে ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠী। ৩৩ রান করে সাজঘরে ফিরলেন শ্রীলঙ্কার ওপেনার। বেশ কিছুটা দৌড়ে এসে ক্যাচ নিলেন ত্রিপাঠী। ক্যাচটি নেওয়ার সময় পিছন দিকে পড়ে যান তিনি। যদিও বল হাত থেকে ফেলেননি।
২ উইকেট হারালেও রানের গতি কমেনি। ১০ ওভারে ৮৯ রান তুলে নিল শ্রীলঙ্কা। পুণের ছোট মাঠে উমরানের গতি কাজে লাগিয়ে বাউন্ডারি মারছেন শ্রীলঙ্কার বোলাররা। চহাল কিছুটা হলেও কম রান দিচ্ছেন।
উমরানের বলের গতিতে হার মানলেন ভানুকা রাজাপক্ষ। ২ রান করে সাজঘরে তিনি। বোল্ড হলেন রাজাপক্ষ।
শ্রীলঙ্কার ওপেনিং জুটি অবশেষে ভাঙল। যুজবেন্দ্র চহাল উইকেট এনে দিল ভারতকে। কুশল মেন্ডিস ৫২ রান করে সাজঘরে ফিরলেন। এলবিডব্লিউ হন তিনি। মাঠের আম্পায়ার নটআউট দিলে রিভিউ নেয় ভারত। তাতেই উইকেট পেয়ে যান চহাল।
৬ ওভারে ৫৫ রান তুলে নিল শ্রীলঙ্কা। স্পিনার এনে রানের গতি আটকানোর চেষ্টা করছেন হার্দিক। অক্ষর ২ রান দিলেন। চহাল দিলেন ৬ রান।
প্রথম ৪ ওভারে ৪৭ রান তুলে নিল শ্রীলঙ্কা। পুণের পিচে প্রথমে ব্যাট করা দলের জয়ের সংখ্যা বেশি। এমন মাঠে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে কি ভুল করলেন হার্দিক? প্রথম ৪ ওভার দেখে সেটা মনে হতেই পারে। শ্রীলঙ্কার দুই ওপেনার ভারতের বোলারদের শুরুটা ভাল করতে দেননি।