Rohit Sharma

নিজে রানে ফিরেছেন, দল জিতেছে, তার পরেও সবার খুঁত ধরে বেড়াচ্ছেন রোহিত! কেন?

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৬৭ রানে জিতেছে ভারত। ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ৮৩ রান করেছেন। কিন্তু তার পরেও দলের খুঁত খুঁজে বেড়াচ্ছেন ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ২২:৫৬
Share:

ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফাইল ছবি।

গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতেছে ভারত। রানের মধ্যে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা নিজেও। কিন্তু তার পরেও খুব খুশি নন তিনি। কারণ, রোহিতের মনে হচ্ছে, এখনও দলের অনেক খুঁত রয়েছে। সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। রোহিত চান, আগামী দিনে খেলার প্রতিটি বিভাগে দাপট দেখিয়ে জিতুক তাঁর দল।

Advertisement

ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘‘আমরা শুরুটা খুব ভাল করেছিলাম। ব্যাটাররা দুর্দান্ত ব্যাট করেছে। সেটাই আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছিল। কিন্তু ভাল বল করতে পারিনি। আরও ভাল বল করতে হবে আমাদের।’’

রোহিত স্বীকার করে নিয়েছেন, শিশিরের মধ্যে বল গ্রিপ করা কঠিন। কিন্তু তার পরেও তাঁর মনে হচ্ছে, আর একটু পরিশ্রম করা উচিত ছিল বোলারদের। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। শিশির পড়ছিল। বল ভিজে গিয়েছিল। সব বুঝতে পারছি। কিন্তু তার পরেও কিছু ক্ষেত্রে বাজে বল করেছি। সেটা করলে চলবে না।’’

Advertisement

শুধু বোলারদের নয়, ফিল্ডিংয়েও খুঁত বার করে ফেলেছেন রোহিত। বেশ কয়েকটি ক্যাচ ফস্কেছে ভারত। তার মধ্যে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার তিনটি ক্যাচ রয়েছে। ফিল্ডিংয়ে আরও উন্নতি চান রোহিত। তিনি বলেছেন, ‘‘ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। কয়েকটা সহজ রান গলিয়েছি। সেটা করলে হবে না। প্রতিপক্ষ সুবিধা পেয়ে যাবে।’’

রোহিতের মতে, দলগত ভাবে ভাল খেললে ধারাবাহিক সাফল্য আসবে। সেই কারণে দলের সবাইকে এগিয়ে এসে নিজেদের সেরাটা দিতে বলেছেন তিনি। দলগত ভাবে খেলে সাফল্য পাওয়ার কথা বলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement