WTC

WTC: শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোথায় জায়গা করে নিলেন রোহিতরা

পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের জয়ের হার ৭৭.৭৭ শতাংশ। অজিরা কোনও ম্যাচ হারেনি। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৩:১৯
Share:

আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারত। ছবি: টুইটার থেকে

শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে ২-০ হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারত। সিরিজ শুরুর আগে ভারতের স্থান ছিল পঞ্চম। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
মোহালি টেস্টে ইনিংস ও ২২২ রানে জয়। বেঙ্গালুরুর দিন-রাতের টেস্টে ২৩৮ রানে জয়। দু’টেস্টের সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম করে আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারত। রোহিত শর্মার দলের ম্যাচ জয়ের হার ৫৮.৩৩ শতাংশ। সিরিজ হেরে শ্রীলঙ্কা নেমে গেল পঞ্চম স্থানে। তাদের ম্যাচ জয়ের হার ৫০ শতাংশ।
মন্থর বোলিংয়ের জন্য এখনও পর্যন্ত তিন পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। না হলে তৃতীয় স্থানে থাকতেন রোহিতরা। কারণ, তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জয়ের হার ৬০ শতাংশ। মন্থর বোলিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দু’পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। ফলে ক্যারিবিয়ানরা নেমে গিয়েছে নবম স্থানে। তাদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। অষ্টম স্থানে উঠে আসা বাংলাদেশ ২৫ শতাংশ ম্যাচ জিতেছে।

Advertisement

পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের জয়ের হার ৭৭.৭৭ শতাংশ। অজিরা এখনও কোনও ম্যাচ হারেনি। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান এখনও পর্যন্ত জিতেছে ৬৬.৬৬ শতাংশ ম্যাচ। ষষ্ঠ স্থানে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ১০টি টেস্ট খেলে মাত্র একটি জয় পাওয়া ইংল্যান্ড রয়েছে সবার শেষে নবম স্থানে। বিভিন্ন কারণে তাদের দশ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা। ছবি: আইসিসি

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য এক পয়েন্ট কাটা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দলের ২০ শতাংশ ম্যাচ পারিশ্রমিক কেটে নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement